ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৩৫ বছরে বিশ্বকাপে এক ইনিংসে ছয়টি বোল্ড

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫
৩৫ বছরে বিশ্বকাপে এক ইনিংসে ছয়টি বোল্ড ছবি: সংগৃহীত

ঢাকা: ১৯৭৫ সালে ইংল্যান্ডে শুরু হওয়া বিশ্বকাপ ক্রিকেটের বয়স এখন ৪০ বছর। এবার বিশ্বকাপ ক্রিকেটে এক ইনিংসে ছয়টি বোল্ড আউটের ঘটনা ঘটেছে।



যা কিনা দীর্ঘ ৩৫ বছরে ১৯৭৯ সালের পর বিশ্বকাপ ক্রিকেটে এটাই প্রথম।

রোববার (১৫ মার্চ) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাত ব্যাট করতে নেমে দশটির মধ্যে ছয়টি উইকেটেরই পতন হয় বোল্ড আউটে।

প্রথম ইনিংসে সংযুক্ত আরব আমিরাত ব্যাট করতে নেমে সবগুলো উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে ক্যারিবীয়দের বিপক্ষে। আর এই রান সংগ্রহ করতে আমজাদ আলী, খুররুম খান, শাইমান আনোয়ার, এসপি পাতিল, আমজাদ জাভিদ, মোহাম্মদ নাভিদ এবং মোহাম্মদ তৌকিরকে বোল্ড আউট হতে হয়।

এই ঘটনার মধ্য দিয়ে চলতি বিশ্বকাপ ক্রিকেটে নতুন এক তথ্যই স্মৃতি হয়ে থকালো ক্রিকেট প্রেমীদের মাঝে।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।