ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রথম রাউন্ডে সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কোর

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫
প্রথম রাউন্ডে সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কোর

ঢাকা: আগামী ১৮ মার্চ থেকে শুরু হচ্ছে একাদশ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচ। এর আগে গ্রুপ পর্বের ৪২টি ম্যাচে লড়াই করে পুল ‘এ’ থেকে শেষ আট নিশ্চিত করে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশ।

আর পুল ‘বি’ থেকে অংশ নেবে ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।

বিভিন্ন রেকর্ডের পাশাপাশি এবারের আসরে নতুন দলগত রেকর্ড গড়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। পার্থে আফগানিস্তানের বিপক্ষে ছয় উইকেট হারিয়ে ৪১৭ রান তোলে অজিরা। আর সেই সঙ্গে ২০০৭ বিশ্বকাপে বারমুডার বিপক্ষে ভারতের গড়া ৪১৩ রানের রেকর্ডটি ভাঙে ক্লার্করা। সে ম্যাচে ২৭৫ রানের রেকর্ড জয়ও পায় চারবারের শিরোপা জয়ী দলটি।

এদিকে এবারের আসরে দলগত দ্বিতীয় সর্বোচ্চ রান করেছে দক্ষিণ আফ্রিকা। আয়ারল্যান্ডের বিপক্ষে চার উইকেট হারিয়ে ৪১১ রান তোলে প্রোটিয়ারা। যা বিশ্বকাপ ইতিহাসে তাদের রেকর্ড সংগ্রহ। এছাড়া সেরা পাঁচে পরের স্থানগুলোতে আছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রোটিয়াদের ৪০৮ রান, শ্রীলঙ্কার বিপক্ষে ‍অস্ট্রেলিয়ার ৩৭৬ রান ও জিম্বাবুয়ের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ৩৭২ রান।

অপরদিকে গ্রুপ পর্ব শেষে সর্বনিম্ন দলীয় স্কোর করেছে সংযুক্ত আরব আমিরাত। ভারতের বিপক্ষে তারা খেলার ৩১.৩ ওভারে ১০২ রানে ‍অলআউট হয়। পরে চ্যাম্পিয়ন ভারত ম্যাচ জিতে নেয় নয় উইকেটে।

পরের সর্বনিম্ন স্কোরগুলো যথাক্রমে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ১২৩ রান, অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কটল্যান্ডের ১৩০ রান, অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের ১৪২ রান ও নিউজিল্যান্ডের বিপক্ষে স্কটল্যান্ডের ১৪২ রান। তবে বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত সর্বনিম্ন স্কোরটি কানাডার। ২০০৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৬ রানে অলআউট হয় দলটি।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।