ঢাকা: কোয়ার্টার ফাইনালে ভারতকে হারাতে সক্ষম বলে বিশ্বাস করেন বাংলাদেশ ক্রিকেট দলের কোচ চন্দিকা হাতুরাসিংহে।
তিনি বলেন, মাশরাফি ও তার সতীর্থদের সর্বোচ্চ চেষ্টায় ভারতকে সবচেয়ে বড় চ্যালেঞ্জে পড়তে হবে, যা এ বিশ্বকাপে এখন পর্যন্ত তাদের পড়তে হয়নি।
মেলবোর্নে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন শ্রীলঙ্কান বংশোদ্ভূত বাংলাদেশি এ কোচ।
আগামী ১৯ মার্চ বৃহস্পতিবার মেলবোর্নে বিশ্বকাপের এবারের আসরের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
হাতুরাসিংহে বলেন, আমাদের নতুন করে কাউকে প্রমাণ করার কিছু নেই। কারণ আমরা জানি আমরা কী। সে জন্যই আমরা এখানে। আমরা সুযোগ কাজে লাগাতে চাই।
ভারতীয় দল প্রসঙ্গে তিনি বলেন, ভারত সবসময় ভালো ক্রিকেট খেলে। তাদের শক্তিশালী ব্যাটিং লাইনআপ রয়েছে। তবে গুরুত্বপূর্ণ হলো এই, তাদের পেসাররা কেমন বল করে তাই দেখার বিষয়।
দলের খেলোয়াড়দের বিষয়ে কোচ আরো বলেন, আমরা সঠিক সময়ে রয়েছি। গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা ফর্মে রয়েছেন। প্রতিটি খেলায় সবাই উন্নতি করছে।
টেস্ট স্ট্যাটাসের বিষয়ে তিনি বলেন, টেস্ট স্ট্যাটাস ধরে রাখতে আমরা কঠোর পরিশ্রম করছি। টেস্ট খেলুড়ে দেশ হিসেবে কিভাবে আরো উন্নতি করা যায় সে বিষয়ে আমাদের নজর রয়েছে। গত কয়েকমাসে আমরা আমাদের যোগ্যতার পরিচয় দিয়েছি। প্রতি ম্যাচেই আমরা উন্নতি করছি।
বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫