ঢাকা: অবশেষে রানের দেখা পেলেন প্রোটিয়া বাঁহাতি ব্যাটসম্যান কুইন্টন ডি কক। আর রানের দেখা পেয়েই একদিনের আন্তর্জাতিক ক্রিকেট (ওডিআই) ক্যারিয়ারে পঞ্চম অর্ধশতক তুলে নিলেন তিনি।
বিশ্বকাপের এবারের আসরের গ্রুপ পর্বের প্রথম ছয় ম্যাচে ৮.৮৩ গড়ে মোট ৫৩ রান করেন ডি কক। সর্বোচ্চ ২৬। তবে কোয়ার্টার ফাইনালের ম্যাচে ঠিকই কোচের আস্থার প্রমাণ দিলেন তিনি।
বুধবার (১৮ মার্চ) শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম কোয়ার্টার ফাইনালে এ অর্ধশতক হাঁকাতে ৩৯ বল খেলেন ডি কক। তার এই ইনিংসে ছিল মোট ৯টি চার।
এ ম্যাচের আগে ৪২টি ওডিআই খেলা ডি ককের শতক রয়েছে ছয়টি। সর্বোচ্চ ১৩৫। গড় ৩৭.৫৩। স্ট্রাইক রেট ৮৬.২৬।
২০১৩ সালের ১৯ জানুয়ারি পার্লে নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআইয়ে অভিষেক হয় ডি ককের।
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫