ঢাকা: জয়াবর্ধনে, পেরেরাসহ চার লঙ্কান ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়ে ম্যাচসেরা হয়েছেন প্রোটিয়া ডানহাতি স্পিনার ইমরান তাহির।
তাহিরের বোলিং নৈপুণ্যে বুধবার (১৮ মার্চ) বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কাকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারায় প্রোটিয়ারা।
এ ম্যাচে প্রথম কোনো প্রোটিয়া বোলার হিসেবে হ্যাটট্রিকের কৃতিত্ব অজর্ন করেন আরেক স্পিনার জেপি ডুমিনি।
ইনিংসে ৮.২ ওভার বল করে ২৬ রান দিয়ে চার উইকেট তুলে নেন ইমরান তাহির।
এর আগে ৩৬টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলা তাহিরের উইকেট সংখ্যা ৬৬টি। সেরা বোলিং ৪৫ রানে ৪ উইকেট। এছাড়া এক ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্বও রয়েছে তাহিরের।
২০১১ সালের ২৪ ফেব্রুয়ারি দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআইয়ে অভিষেক হয় ইমরান তাহিরের।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫