ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টসে জিতে বিদায় লঙ্কানদের, তবে কি ধোনিরাও?

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫
টসে জিতে বিদায় লঙ্কানদের, তবে কি ধোনিরাও?

ঢাকা: ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বড় টার্গেট বেধে দিয়ে টাইগারদের কুপোকাত করতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন অনুমান করা যায়।



কিন্তু ধোনির এ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তে ভাগ্যে বিশ্বাসী ভারতীয় সমর্থকরা খানিক শঙ্কায় ভুগতে পারেন, কারণ বুধবার (১৮ মার্চ) প্রথম কোয়ার্টার ফাইনালে টসে জিতেছিলেন শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজও। প্রথমে ব্যাট করে বড় টার্গেট বেঁধে দিয়ে দক্ষিণ আফ্রিকানদের কুপোকাত করার পরিকল্পনা ছিল তারও।

কিন্তু ফল কী হয়েছে? সেটা সবার জানা। লঙ্কানরা বিপর্যস্ত হয়ে বিশ্বমঞ্চ থেকে বিদায় নিয়েছে। আর প্রোটিয়ারা উঠে গেছে সেমিফাইনালে।

ভারতীয় সমর্থকদের আরও দু’টি কারণে শঙ্কায় ভুগতে হতে পারে, ভারতের বিপক্ষে ২০০৭ বিশ্বকাপ ও ২০১২ এশিয়া কাপে রান চেজ করেই জিতেছিল টাইগার বাহিনী।

বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।