ঢাকা: জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭৩ রানে বাংলাদেশ তিন উইকেট খুইয়ে ফেললেও এখনও টাইগারদের সম্ভাবনা দেখছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। তার মতে, সাকিব আল হাসান যদি শতক বা এ ধরনের বড় স্কোর করতে পারেন তবে বাংলাদেশ ম্যাচে কিছু একটা ফলাফল নিয়ে আসতে পারে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ৩০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭৩ রানে দুই ওপেনার তামিম ইকবাল, ইমরুল কায়েস ও মাহমুদুল্লাহ রিয়াদকে হারিয়ে ফেলে টাইগাররা।
এ পর্যায়ে ধারাভাষ্যকার কপিল দেব বলেন, ‘আমি এখন নখ-খোটা ও নাটকীয় সমাপ্তি চাই। যদি বাংলাদেশ দলে এমনটি করার কেউ থাকে তবে সে সাকিব। ও সেঞ্চুরি করলে বাংলাদেশ অন্তত ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতায় আনতে পারবে। ’
অবশ্য, প্রতিবেদনটি লেখা পর্যন্ত সৌম্য সরকারের উইকেটও খুইয়ে ফেলেছে বাংলাদেশ। প্রতিবেদনটি লেখা পর্যন্ত টাইগার বাহিনীর সংগ্রহ ২১ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯০ রান।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫