ঢাকা: অস্ট্রেলিয়ার বিপক্ষে দলের সেরা পেসার মোহাম্মদ ইরফানকে ছাড়াই মাঠে নামবে পাকিস্তান। তবে, অজিদের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে বোলারদের ওপর আস্থা রাখছেন পাক অধিনায়ক মিসবাহ উল হক।
আগামীকাল (২০ মার্চ) বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে ক্লার্ক-ম্যাক্সওয়েলদের মুখোমুখি হবে মিসবাহ-আফ্রিদিরা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়।
মিসবাহ বলেন, ‘নিঃসন্দেহেই অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিতে উঠতে চাই। চাপমুক্ত থেকে সবাই নিজের সেরাটা দিতে পারলে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব। অজিরা আক্রনমাত্মক ক্রিকেট খেলতে পছন্দ করে। আমরাও সেই সুযোগটি নিতে চাই। ভালো ক্রিকেট খেলতে পারলে ম্যাচ জেতাটা অসম্ভব কিছু নয়। ’
পাক অধিনায়ক আরো বলেন, ‘অনেকেই বলছেন ইরফান না থাকায় আমাদের বোলিং অ্যাটাক দুর্বল হয়ে গেছে। কিন্তু, আমি তা মানতে পারছি না। বাকি বোলার যারা রয়েছে তারাও ইরফানের থেকে কোনো অংশে কম নয়। অজি ব্যাটসম্যানদের চাপে রাখতে এরাই যথেষ্ট। ’
উল্লেখ্য, কালকের ম্যাচে হেরে গেলে শ্রীলঙ্কান ব্যাটিং জিনিয়াস কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে যাবেন পাকিস্তানের দুই অভিজ্ঞ ক্রিকেটার মিসবাহ ও আফ্রিদি।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘন্টা, মার্চ ১৯, ২০১৫