ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অজিদের সামনে পাকিস্তান বাধা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫
অজিদের সামনে পাকিস্তান বাধা

ঢাকা: বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। শুক্রবার (২০ মার্চ) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় এ খেলা শুরু হবে।



চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ৯২’র চ্যাম্পিয়নদের রোমাঞ্চকর একটি ম্যাচের আভাস আসছে অ্যাডিলেড থেকে। শুক্রবার অ্যাডিলেড ওভালেই যে হতে যাচ্ছে এই হাইভোল্টেজ ম্যাচটি।

দুর্দান্ত দাপট দেখিয়ে গ্রুপ পর্ব শেষে সেরা আটে এসেছে মাইকেল ক্লার্কের টিম অস্ট্রেলিয়া। ছয়টির মধ্যে একটি মাত্র ম্যাচ হারে অজিরা। শ্বাসরুদ্ধকর ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে এক উইকেটে হারে তারা। এছাড়া বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি হয়। ৯ পয়েন্ট নিয়ে পুল এ’র দুই নম্বর দল হিসেবে শেষ আটে পদার্পণ অস্ট্রেলিয়ার।

পাকিস্তানের শুরুটা হতাশার হলেও সময়ের সঙ্গে ঘুরে দাঁড়ায় দলটি। বিশ্বকাপে টানা দুই ম্যাচে হার দিয়ে শুরু করে মিসবাহ-উল-হক বাহিনী। ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লজ্জাজনক পরাজয়ের পরও ঘুরে দাঁড়ায় সরফরাজ-আকমলরা। শেষ ‍চার ম্যাচে টানা জয়ে ৮ পয়েন্ট নিয়ে কোয়ার্টারে পৌঁছায় ৯২’র বিশ্ব চ্যাম্পিয়নরা।

পাকিস্তান-অস্ট্রেলিয়া ইতোপূর্বে ওয়ানডেতে মোট ৯২ বার মুখোমুখি হয়েছে। এরমধ্যে ৫৭ ম্যাচই জিতেছে অজিরা। ৩১ ম্যাচে জয় পাকিস্তানের।

কাগজে-কলমে অজিরা এগিয়ে থাকলেও পাকিস্তানিরা যে কোনো দলকে যে কোনো স্টেজে হারানোর সক্ষমতা রাখে। ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে বিশ্বকাপ স্বপ্নে বাধা মনে করতেই পারে অজিরা।

এ ম্যাচে পাকিস্তান দল তাদের সেরা পেসারকে পাচ্ছে না। চোটের কারণে বিশ্বকাপ শেষ হয়ে গেছে মোহাম্মদ ইরফানের। সোমবার এমআরআই স্ক্যান করানো হয় এই পেসারের। তাতে দেখা যায় বাঁহাতি এ পেসারের পেলভিসে স্ট্রেস ফ্র্যাকচার রয়েছে। বিশ্বকাপের পাঁচ ম্যাচ খেলে ৮ উইকেট নিয়েছেন ইরফান।

এদিকে, সেমিফাইনালে ওঠার ম্যাচে অজি দলে প্যাট কামিন্সের জায়গায় খেলানো হতে পারে জোশ হাজলেউডকে।

পাকিস্তান দলে ইরফানের জায়গায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলেছিলেন ইহসান আদিল। তবে কোয়ার্টার ফাইনাল ম্যাচে পেসার আদিলের পরিবর্তে লেগ স্পিনার ইয়াসির শাহকে খেলাতে পারে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট।

পাকিস্তানের একাদশ (সম্ভাব্য):

আহমেদ শেহজাদ, সরফরাজ আহমেদ, মিসবাহ-উল-হক (অধিনায়ক), উমর আকমল (উইকেটরক্ষক), শহীদ আফ্রিদি, হারিস সোহেলে, শোয়েব মাকসুদ, ওয়াহাব রিয়াজ, সোহেল খান, রাহাত আলি ও এহসান আদিল/ইয়াসির শাহ।

অস্ট্রেলিয়ার একাদশ (সম্ভাব্য):

মাইকেল ক্লার্ক (অধিনায়ক), অ্যারন ফিঞ্চ, ব্রাড হাডিন, মিচেল জনসন, শেন ওয়াটসন, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স/জোশ হাজলেউড ও জেমস ফকনার।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।