ঢাকা: বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে রোহিত শর্মার সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে ১০৯ রানে হারে বাংলাদেশ। তবে ম্যাচ সেরা রোহিত ৯০ রানে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে জীবন না পেলে হয়ত খবরটি অন্যরকম হতে পারত।
মাশরাফি বলেন, ‘আজকের ম্যাচটি ছাড়া আমরা পুরো আসরে ভালো খেলেছি। তবে আমাদের জন্য এখানে ভালো খেলাটা কঠিন ছিল। কারণ অস্ট্রেলিয়ার মাটিতে আমরা সহসা খেলার সুযোগ পাই না। আমাদের ছেলেরা সর্বশেষ ২০০৮ সালে অস্ট্রেলিয়ায় খেলেছিল। ’
এদিকে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত প্রসঙ্গে মাশরাফিকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি কোন উত্তর না দিয়ে বলেন, ‘মাঠে কি হয়েছে সবাই দেখেছে। এ ব্যাপারে আমি এখানে কিছু বলতে পারবো না। ’
তিনি আরো বলেন, ‘ আজকের ম্যাচে আমরা প্রথম থেকে ভালো বল করছিলাম। তবে পাওয়ার প্লেতে রোহিতে উইকেটটি নিতে পারলে ভাল হতো। রোহিত রুবেলেরে বলে ক্যাচও দিয়েছিল। কিন্তু ‘নো’ বল হওয়ায় আমরা উইকেটটি পাইনি। ’
ইনিংসের ৪০তম ওভারে আম্পায়ার আলিম দার ও ইয়ান গোল্ডের বিতর্কিত সিদ্ধান্তে আউট হওয়া থেকে রক্ষা পান রোহিত। রুবেল হোসেনের বল বাউন্ডারি মারতে গিয়ে ক্যাচ দেন রোহিত। কিন্তু বলটি কোমরের ওপরে উল্লেখ করে লেগ আম্পায়ার আলিম দার মূল আম্পায়ার ইয়ান গোল্ডকে 'নো' বলের সঙ্কেত দেন। পরে ম্যাচে বড় লিড নেয় ভারত।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫