ঢাকা: জাতীয় ক্রিকেট দলের জন্য নতুন স্পন্সর খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী দুই বছরের জন্য স্পন্সর চেয়ে দরপত্র আহ্বান করেছে বিসিবি।
আগামী ১ জুন, ২০১৫ থেকে ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত এই চুক্তি কার্যকর থাকবে।
নির্বাচিত স্পন্সর প্রতিষ্ঠান জাতীয় দলের পাশাপাশি বাংলাদেশ মহিলা দল, ‘এ’ দল এবং অনূর্ধ্ব-১৯ দলের স্পন্সর হিসেবেও স্বীকৃতি পাবেন। সর্বশেষ বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর ছিল প্রাণ ফ্রুটো। তবে সেটা শুধুমাত্র পাকিস্তান সিরিজের জন্যই।
বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান, কর্পোরেট প্রতিষ্ঠান স্পন্সরশিপের জন্য আবেদন করতে পারবেন। আগামী ১৩ মে থেকে ১৮ মে’র মধ্যে আবেদন ফরম কিনতে হবে। জমাদানের শেষ তারিখ ১৯ মে। ২ লাখ টাকা ব্যয়ে আবেদন ফরম সংগ্রহ করতে হবে।
তবে কোনো তামাকজাত উৎপাদন ও বিপননকারী প্রতিষ্ঠান এক্ষেত্রে ফরম কিনতে পারবেন না। বিসিবি বা আইসিসি কর্তৃক সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকেও স্পন্সর করা হবে না।
দরপত্র জমাদান কালে ৩ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিতে হবে এবং নির্বাচিত প্রতিষ্ঠানকে নির্বাচনের তিন দিনের মধ্যে স্পন্সরশিপের পঞ্চাশ শতাংশ (অর্ধেক) অর্থ পরিশোধ করতে হবে।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ১০ মে, ২০১৫
এসকে/এমএমএস