ঢাকা: বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ১-০তে জিতেও কপাল পুড়েছে পাকিস্তানের। সোমবার (১১ মে) প্রকাশিত আইসিসি টেস্ট র্যাংকিংয়ে তিন থেকে সরাসরি ছয় নম্বরে অবনমন হলো দলটির।
ভারত সর্বশেষ বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ তে টেস্ট সিরিজ হেরেছিল। তবে সম্প্রতি ইংল্যান্ড ও পাকিস্তানের অবনমনের কারণে উপকৃত হয়েছে টিম ইন্ডিয়া।
পাকিস্তান খুলনায় প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ড্র করে আর ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিততে না পারায় র্যাংকিংয়ের এমন অদল-বদল হয়েছে। তবে র্যাংকিংয়ে তিন নম্বরে উঠে চমকে দিয়েছে নিউজিল্যান্ড।
এদিকে ১৩০ ও ১০৮ রেটিং পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষ দুটি অবস্থান ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রোলিয়া। ইংল্যান্ড পাকিস্তানের সমান ৯৭ রেটিং পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে আছে।
র্যাংকিংয়ে সাত থেকে দশ নম্বর পর্যন্ত রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও জিম্বাবুয়ে। নবম অবস্থানে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৩৯।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মে ১১, ২০১৫
এমএমএস