ঢাকা: দ্বিতীয় মেয়াদে শ্রীলঙ্কা দলের পেস বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন চম্পকা রামানায়েকে। চুক্তি নবায়ন না করায় চামিন্দা ভাসের স্থলাভিষিক্ত হয়েছেন পঞ্চাশ বছর বয়সী এই কোচ।
তবে, তার সঙ্গে কোনো স্থায়ী চুক্তি করেনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। এর আগে তিনি ২০১২ সাল পর্যন্ত লঙ্কান পেস বোলিং কোচের দায়িত্বে ছিলেন।
২০১৩ সালের মে মাসে লঙ্কান ক্রিকেট দলের পেস বোলিং কোচ হয়েছিলেন ভাস। ৩০ এপ্রিল তার চুক্তির মেয়াদ শেষ হয়। এর আগে সাবেক এই অভিজ্ঞ বোলার জানিয়েছিলেন, বিশ্বকাপ শেষে তিনি আর কোচের দায়িত্বে থাকবেন না। শেষ পর্যন্ত চুক্তি নবায়ন না করায় লঙ্কান ক্রিকেট বোর্ডের নতুন কোচ নিয়োগ দেওয়া ছাড়া উপায় ছিল না।
এসএলসি জানায়, চলতি বছরের ১ জুন থেকে রামানায়েকে দায়িত্ব গ্রহণ করবেন। আশা করছি, তাকে আমরা দীর্ঘ মেয়াদে পাব। জুন থেকে অক্টোবরের মধ্যে পাকিস্তান, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন হোম সিরিজে তিনি পেস বোলিং কোচের ভূমিকায় থাকবেন।
আইসিসির ফিউচার টুরস প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী ডিসেম্বর/জানুয়ারিতে নিউজিল্যান্ড সফর করবে শ্রীলঙ্কা। তবে, অ্যাওয়ে সিরিজে রামানায়েকে পেস বোলিং কোচের দায়িত্বে থাকবেন কিনা লঙ্কান ক্রিকেট বোর্ড তা নিশ্চিত করেনি।
শ্রীলঙ্কার হয়ে ১৮টি টেস্ট ও ৬২টি ওয়ানডে ম্যাচ খেলা রামানায়েকে বাংলাদেশ দলের বোলিং কোচও ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘন্টা, মে ১২, ২০১৫
আরএম