ঢাকা: ছয় বছর পর টেস্ট খেলুড়ে দেশ হিসেবে পাকিস্তান সফরে যাচ্ছে জিম্বাবুয়ে। মঙ্গলবার (১২ মে) এলটন চিগুম্বুরাকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
জিম্বাবুয়ে ক্রিকেট দলের ১৯ মে লাহোরে এসে পৌঁছানোর কথা। ২২ মে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। ২৬ মে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। প্রতিটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ৩১ মে শেষ ওয়ানডের মধ্য দিয়ে দেশে ফিরবে কভেন্ট্রি-মাসাকাদজারা।
জিম্বাবুয়ে স্কোয়াড: এলটন চিগুম্বুরা, সিকান্দার রাজা, চামুনরওয়া চিবাবা, চার্লস কভেন্ট্রি, গ্রায়েম ক্রেমার, ক্রেইগ এরভাইন, রয় কাইজা, হ্যামিল্টন মাসাকাদজা, ক্রিস্টোপার এম্পোফু, তাওয়ান্ডা মুপারিওয়া, রিচমন্ড মুটুম্বামি, তাইনাশি পানইয়াঙ্গারা, ভুসিমুজি সিবান্দা, প্রসপার উতসেয়া, ব্রায়ান ভিটোরি ও সিন উইলিয়ামস। চার বছরেরও বেশি সময় পর জিম্বাবুয়ে দলে ফিরেছেন কভেন্ট্রি।
অন্যদিকে, এ সফরের শর্ত হিসেবে পাকিস্তানেরও জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা রয়েছে। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর অ্যালিস্টার ক্যাম্পবেল বলেছিলেন, ‘ক্রিকেটে দ্বি-পক্ষীয় সম্পর্ক বজায় রাখার জন্যই আমরা পাকিস্তান সফরে যাচ্ছি। আগস্ট মাসে পাকিস্তানও জিম্বাবুয়েতে আসবে। ’
উল্লেখ্য, ২০০৯ সালের মার্চে পাকিস্তান সফরে এসে শ্রীলঙ্কার টিম বাস সন্ত্রাসী হামলা শিকার হয়। ওই মর্মান্তিক ঘটনায় ছয়জন পাকিস্তানি পুলিশ সহ দুইজন সাধারণ মানুষ নিহত হন। শ্রীলঙ্কান ক্রিকেট দলের ছয়জন ক্রিকেটারও আহত হয়। এরপর থেকেই পাকিস্তানে সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রয়েছে।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘন্টা, মে ১২, ২০১৫
আরএম