ঢাকা: পিটার মুরস বরখাস্ত হওয়ায় ইংল্যান্ডের প্রধান কোচের পদটি এখন শূন্য। সম্ভাব্য কোচের তালিকায় এগিয়ে আছেন অস্ট্রেলিয়ার সাবেক পেস বোলার জেসন গিলেস্পি।
২০১১ সালের নভেম্বর মাস থেকে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট দল ইয়র্কশায়ারের প্রধান কোচের দায়িত্বে আছেন গিলেস্পি। তার অধীনে গত বছর কাউন্টি চ্যাম্পিয়নশিপ জেতে ইয়র্কশায়ার।
স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে স্ট্রাউস বলেন, ‘ইংল্যান্ড ক্রিকেট দলের প্রধান কোচ হওয়ার জন্য গিলেস্পি সম্ভাব্য প্রার্থীর তালিকায় আছেন। এই মুহূর্তে ব্যক্তিগতভাবে কোচের ইস্যু নিয়েই বেশি ব্যস্ত আছি। কয়েকদিনের মধ্যেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। ’
সাবেক ইংলিশ অধিনায়ক আরও বলেন, ‘যাদেরকে বিবেচনায় রাখা হয়েছে প্রত্যেকের সঙ্গেই আমি কথা বলেতে চাই। কোচিং নিয়ে তাদের অভিমত ও ইংল্যান্ডের কোচ হতে তাদের আগ্রহ আছে কিনা সে ব্যাপারেও স্পষ্ট ধারণা পেতে চাই। এমন একজনকে বাছাই করা হবে, যিনি ইংলিশ ক্রিকেটের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবেন। ’
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘন্টা, মে ১৩, ২০১৫
আরএম