ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইপিএলে ফিরছেন পিটারসেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, মে ১৩, ২০১৫
আইপিএলে ফিরছেন পিটারসেন কেভিন পিটারসেন

ঢাকা: ইংল্যান্ড দলে কেভিন পিটারসেনের ফেরার সম্ভাবনাটা নেই বললেই চলে। তাইতো সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএলে অংশ নিচ্ছেন এই ড্যাশিং ব্যাটসম্যান।

সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলায় এই মৌসুমে তিনি আইপিএলের একটি ম্যাচেও খেলেননি।

জাতীয় দলে ফেরার উদ্দেশ্যেই সানরাইজার্সের সঙ্গে সমঝোতার ভিত্তিতে আইপিএলে কোনো ম্যাচ না খেলেই কাউন্টি ক্রিকেটে মনোযোগী হন পিটারসেন। কিন্তু, ভালো খেলেও নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করতে পারেন নি তিনি।

সম্প্রতি ইংলিশ ক্রিকেট বোর্ডের নবনিযুক্ত পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস বলেন, ‘পিটারসেনের জাতীয় দলে ফেরার কোনো সম্ভাবনা নেই। তবে ভব্যিষ্যতের কথা কেউ বলতে পারে না। ’ এতেই কেপির আশাভঙ্গ হয়। ইসিবি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বলেও তিনি ক্ষোভ প্রকাশ করেন।

পয়েন্ট টেবিলে ১২ ম্যাচ শেষে সাত জয়ে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে সানরাইজার্স। তাই ওয়ার্নার-ধাওয়ানদের প্লে-অফে খেলার সমূহ সম্ভাবনা রয়েছে। নিজেদের শেষ দুই ম্যাচে তারা ১৫ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও ১৭ মে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে।

এই মৌসুমে ২০ মিলিয়ন রুপির বিনিময়ে পিটারসেনকে দলে ভেড়ায় সানরাইজার্স। ৩৪ বছর বয়সী এই ব্যাটসম্যান এর আগে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ডেয়ারডেভিলসদের হয়ে খেলেছিলেন।

অন্যদিকে, এক সাক্ষাৎকারে পিটারসেন বলেন, ‘সানরাইজার্সের সঙ্গে চুক্তি প্রত্যাহারের সময় ‍আমার সঙ্গে একটি সমঝোতা হয়। এক্ষেত্রে, আইপিএলের ফাইনালে উঠলেই কেবল তারা আমাকে পুনরায় বিবেচনা করতে পারবে। তবে, বর্তমানে টুর্নামেন্টে ভালো অবস্থানে থাকায় তাদের অনুরোধের ভিত্তিতেই ভারতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সব ঠিক থাকলে শুক্রবারেই (১৫ মে) হয়তো সেখানে পৌঁছাবো। ’

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘন্টা, মে ১৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।