ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিসিএলের শেষ রাউন্ড ২৪ মে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, মে ১৪, ২০১৫
বিসিএলের শেষ রাউন্ড ২৪ মে

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ ও শেষ রাউন্ড আগামী ২৪ মে অনুষ্ঠিত হবে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ালটন সেন্ট্রাল জোনের মুখোমুখি হবে বিসিবি নর্থ জোন।



চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অপর ম্যাচে প্রাইম ব্যাংক সাউথ জোনের মুখোমুখি হবে ইসলামী ব্যাংক ইস্ট জোন।

জাতীয় দলের ক্রিকেটাররাও অংশ নেবেন বিসিএলের শেষ পর্বে। আসন্ন ভারত সিরিজের আগে বিসিএলের এই ম্যাচকে ভালো প্রস্তুতি হিসেবে দেখছেন জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তার অনুরোধেই দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের মাঝে ১৪ দিনের লম্বা বিরতি। বিসিএলের দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছিল ১০ মে।

পাকিস্তান সিরিজ শেষে এখন বিশ্রামে আছেন জাতীয় দলের ক্রিকেটাররা। ২২ অথবা ২৩ মে ফিটনেস টেস্টের পর ০১ জুন থেকে ভারত সিরিজের আনুষ্ঠানিক প্রস্তুতি ক্যাম্প শুরু হওয়ার কথা।    

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, মে ১৪, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।