ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাবেকদের নিয়ে টি-টোয়েন্টি লিগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, মে ১৫, ২০১৫
সাবেকদের নিয়ে টি-টোয়েন্টি লিগ সংগৃহীত

ঢাকা: সাবেক ক্রিকেটারদের নিয়ে টি-টোয়েন্টি লিগ আয়োজনের পরিকল্পনা করছেন ভারতীয় ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার ও অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমের বরাত দিয়ে এমনটিই জানা গেছে।



উক্ত রিপোর্টের মাধ্যমে জানা যায়, ‘ক্রিকেট অল স্টারস লিগ’ নামে টি-টোয়েন্টি টুর্নামেন্টে শুধুমাত্র সাবেক ক্রিকেটাররাই অংশ নেবেন। মোট ম্যাচ সংখ্যা হবে ১৫টি। তবে, কয়টি দল অংশ নেবে সে ব্যাপারে নিশ্চিত করা হয়নি। লিগ পদ্ধতিতে সাড়ে তিন বছর যাবৎ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে!

এরই মধ্যে সাবেক তারকা ক্রিকেটারদেরকে এ ব্যাপারে প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানা যায়। এদের মধ্যে ব্রেট লি, রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, গ্লেন ম্যাকগ্রা, মাইকেল ভন, অ্যান্ড্রু ফ্লিনটফ ও জ্যাক ক্যালিসের মতো গ্রেট ক্রিকেটাররা রয়েছেন।

অবশ্য ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও আইসিসি জানায়, তারা এ ব্যাপারে এখনো অবগত নন।

ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ব্রেট লির ম্যানেজার নিল ম্যাক্সওয়েল বলেন, ‘লি ইতোমধ্যেই একটি প্রস্তাব পেয়েছেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছ থেকে অনুমতি পেলেই তিনি এই টুর্নামেন্টে অংশ নেবেন। ’

তবে, শচীন বা ওয়ার্ন এ ব্যাপারে কোনো মতামত দেননি। যদিও জানুয়ারি মাসের দিকে টুইটারের মাধ্যমে ওয়ার্ন জানান, শচীন ও তিনি উত্তেজনাপূর্ণ ঘোষণা দিতে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘন্টা, মে ১৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।