ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুশফিকের ওপর চাপ কমাতে চায় বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, মে ১৫, ২০১৫
মুশফিকের ওপর চাপ কমাতে চায় বিসিবি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি বাংলাদেশ দল। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর টেস্ট সিরিজ হারের ফলে ক্রিকেটমহলে প্রশ্ন উঠেছে-টেস্ট অধিনায়ক হিসেবে মুশফিককে আর দেখা যাবে তো!

পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত ও পেস সহায়ক উইকেট হওয়ার পরও তিন পেসার নিয়ে মাঠে না নামানোকে অনেকেই অদূরদর্শী সিদ্ধান্ত হিসেবে অ্যাখ্যা দিয়েছেন।

যদিও মুশফিক দাবি করেন টিম ম্যানেজমেন্ট, কোচ ও সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করেই আগে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।

টেস্টে মুশফিকের অধিনায়কত্বের ব্যাপারটি নিয়ে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। মুশফিকুর রহিমের প্রতিভা বা সামর্থ্য নিয়ে সংশয় নেই বিসিবির। তবে অধিনায়কত্বে আস্থা হারিয়েছেন মুশফিক। ভারত সিরিজে টেস্টে মুশফিক অধিনায়ক থাকলেও নিকট ভবিষ্যতে তাকে টেস্টের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হতে পারে।

এ বিষয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘একজন খেলোয়াড়ের পক্ষে তিনটি দায়িত্ব উইকেট কিপিং-ব্যাটিং-অধিনায়কত্ব সামলানো আসলেই কঠিন। ভারত সিরিজের পর কোনো সিদ্ধান্তে পৌঁছার আগে বিষয়গুলো নিয়ে আমরা মুশফিকের সঙ্গে আলাপ করবো। ’

তবে মুশফিককে টেস্ট অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়াটা সহজ হবে না। মুশফিকের ভালো বিকল্পও বর্তমান টেস্ট দলে দেখছেন না বিসিবি সভাপতি।

এ প্রসঙ্গে পাপন বলেন, ‘এই মুহূর্তে মুশফিকের বিকল্প আমাদের হাতে নেই। আমরা বুঝতে পারি সারাদিন কিপিং করে ব্যাট করা কঠিন। তারপর অধিনায়কত্বের চাপ থাকলে সেটা আরো কঠিন হয়ে যায়। যাই করা হোক না কেন, সেটা মুশফিকের ভালোর জন্যই করা হবে। ’

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মে ১৫, ২০১৫
এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।