ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানে ম্যাচ অফিসিয়াল পাঠাবে না আইসিসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, মে ১৭, ২০১৫
পাকিস্তানে ম্যাচ অফিসিয়াল পাঠাবে না আইসিসি ছবি: সংগৃহীত

ঢাকা: জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ চূড়ান্ত হলেও একটা দুঃসংবাদ পেল পাকিস্তান ক্রিকেট বোর্ড। নিরাপত্তার কারণে পাকিস্তানে ম্যাচ অফিসিয়ালদের পাঠাবে না আইসিসি।

অর্থাৎ, এই সিরিজে আইসিসির পক্ষ থেকে আম্পায়ার ও ম্যাচ রেফারি নিয়োগ দেওয়া হবে না।

রোববার (১৭ মে) অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে এমনটিই নিশ্চিত করে আইসিসি।

গত মাসে আইসিসির বোর্ড সভায় সিদ্ধান্ত হয়, পাকিস্তানে ম্যাচ অফিসিয়ালরা যাবেন কিনা তা নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করবে। শেষ পর্যন্ত নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ম্যাচ অফিসিয়ালদের না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এতে করে পিসিবি’র স্থানীয় ম্যাচ অফিসিয়ালদের ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়ার বিকল্প নেই। তবে এটি অফিসিয়াল সিরিজ হিসেবেই বিবেচিত হবে।

জিম্বাবুয়ে ক্রিকেট দলের ১৯ মে লাহোরে এসে পৌঁছানোর কথা। ২২ মে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। ২৬ মে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। প্রতিটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘন্টা, মে ১৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।