ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টম আসরে খেলতে এসে দক্ষিণ আফ্রিকান হার্ডহিটার ব্যাটসম্যান ডেভিড মিলার যেন একটির পর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সামনে এসে পড়ছেন। পুলিশ কনস্টেবলের একটি চোখ অন্ধ হয়ে যাওয়ার পর এবারে মিলারের হাঁকানো বলে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারায় ১০ বছর বয়সী এক বালক।
শনিবার (১৬ মে) আইপিএল আসরের ৫৩তম ম্যাচে ডেভিড মিলার কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে মাঠে নামেন। মোহালি স্টেডিয়ামে মিলারদের প্রতিপক্ষ ছিল চেন্নাই সুপার কিংস। ম্যাচের আগেই দুর্ঘটনাবশত সে ঘটনাটি ঘটে।
জানা যায়, ম্যাচের আগে মিলার নেট প্রাকটিসে মগ্ন ছিলেন। বারবার পুল শট খেলার অনুশীলন করছিলেন তিনি। এমন এক সময়ে নেটের একটি অংশ ছিঁড়ে মিলারের হাঁকানো বল বাইরে বেড়িয়ে যায়। আর তা সরাসরি ১০ বছর বয়সী সিদ্ধার্থের বুকে গিয়ে আঘাত করে।
এ সময় ভুপাল থেকে বাবার সঙ্গে ম্যাচ দেখতে আসা সিদ্ধার্ত মাটিতে লুটিয়ে পড়ে এবং জ্ঞান হারায়। সঙ্গে সঙ্গে তাকে স্টেডিয়ামের মেডিকেল রুমে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানের প্রাথমিক চিকিৎসায় সিদ্ধার্থের জ্ঞান না ফিরলে স্থানীয় হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়।
ভারতীয় গনমাধ্যম গুলো থেকে জানা যায়, হাসপাতালে নেওয়ার পর সিদ্ধার্থের জ্ঞান ফিরে আসে। বুকে সামান্য ব্যাথা থাকলেও আর কোনো সমস্যা হয়নি বলে জানা যায়।
উল্লেখ্য, এর আগে গত ৯ মে কোলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলার এক পর্যায়ে মিলারের একটি ছক্কা স্টেডিয়ামের দায়িত্বে থাকা কোলকাতা পুলিশের কনস্টেবল অলক আইচের ডান চোখে গিয়ে আঘাত করে। এতে ৫৩ বছর বয়সী সেই কনস্টেবলের চোখটি অন্ধ হয়ে যায়।
** চোখ হারানো কনস্টেবলের পাশেই মিলার
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ১৭ মে ২০১৫
এমআর