ঢাকা: লাসিথ মালিঙ্গা ও মিচেল ম্যাকক্লেনাগানের বিধ্বংসী বোলিংয়ে ১১৩ রানেই গুটিয়ে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ। ৩৭ বল হাতে রেখেই ৯ উইকেটের জয় নিয়ে প্লে-অফ পর্ব নিশ্চিত করে মুম্বাই ইন্ডিয়ানস।
যে দল জিতবে তারাই প্লে-অফে উঠবে। এমন সমীকরণে দু’দলের জন্যই এটি মহাগুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। কিন্তু, ম্যাচটি যে এরকম একপেশে হবে তা মনে হয় কেউই ভাবেনি। হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে মুম্বাইকে মাত্র ১১৪ টার্গেট দেয় সানরাইজার্স।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বিনা উইকেটে ১০৬ রান তোলেন দুই ওপেনার লেন্ডল সিমন্স ও পার্থিব প্যাটেল। ওয়েস্ট ইন্ডিজ তারকা সিমন্স (৪৮) করণ শর্মার বলে শিখর ধাওয়ানের তালুবন্দি হন। অপর প্রান্তে ৫১ রানে অপরাজিত থাকেন প্যাটেল। সানরাইজার্স বোলাররা পাত্তাই পায়নি। ১৩.৫ ওভারেই জয় তুলে নেয় মুম্বাই।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় সানরাইজার্স। সর্বোচ্চ ২৫ রান করেন মিডল অর্ডার ব্যাটসম্যান লোকেশ রাহুল। নির্ধারিত ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে সর্বসাকুল্যে ১১৩ করে স্বাগতিকরা।
মুম্বাইয়ের হয়ে সবচেয়ে সফল বোলার ম্যাকক্লেনাগান। এই কিউই পেসার চার ওভারে ১৬ রানের বিনিময়ে তিনটি উইকেট দখল করেন। মালিঙ্গা এক রান বেশি দিয়ে দু’টি উইকেট লাভ করেন। এছাড়াও বাঁহাতি স্পিনার জগদিশা সুচিত দুই উইকেট নেন।
বাংলাদেশ সময়: ১১১৭ ঘন্টা, মে ১৮, ২০১৫
আরএম