ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্যারিয়ারের ইতি টানছেন অজি ওপেনার রজার্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, মে ১৮, ২০১৫
ক্যারিয়ারের ইতি টানছেন অজি ওপেনার রজার্স ক্রিস রজার্স

ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে আগামী অ্যাশেজ সিরিজের পরই জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের ইতি টানবেন অস্ট্রেলিয়ান টেস্ট দলের ওপেনার ক্রিস রজার্স। ইংলিশ কাউন্টিতে প্রথম শ্রেনীর ক্রিকেট খেলা রজার্স আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার বিষয়টি জানান।



রজার্স বলেন, ‘জাতীয় দলের হয়ে খেলতে পারায় আমি দারুণ খুশি। তবে সবাইকে এক সময় বিদায় জানাতে হয়। আর এটাই আমার কাছে সেরা সময় মনে হয়েছে। সেই সঙ্গে অ্যাশেজে আমি শেষ ম্যাচ খেলতে চাই কারণ এ সিরিজে আমি প্রচুর ক্রিকেট খেলেছি। ’

২০০৮ সালে অজিদের হয়ে অভিষেক হওয়া রজার্স এখন পর্যন্ত দলের হয়ে ২০টি টেস্ট খেলেছেন। যেখানে চারটি সেঞ্চুরি ও ১১টি হাফ সেঞ্চুরি সহ ৩৯.৩৫ গড়ে ১৫৩৫ রান করেছেন।

তবে রজার্স অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে বিভিন্ন রাজ্যের হয়ে ২৮৯টি প্রথম শ্রেনীর ম্যাচ খেলেছেন। ৪৯.৭৮ গড়ে ৭২টি সেঞ্চুরি ও ১১২টি হাফ সেঞ্চুরি সহ ২৩৭৯৬ রান করেছেন।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, মে ১৮, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।