ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানে পৌঁছেছে জিম্বাবুয়ে দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, মে ১৯, ২০১৫
পাকিস্তানে পৌঁছেছে জিম্বাবুয়ে দল

ঢাকা: পাকিস্তানে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। মঙ্গলবার রাত পৌনে দুইটায় লাহোরের আল্লামা ইকবাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরন করে জিম্বাবুয়েকে বহন করা ফ্লাইটটি।

২০০৯ সালের পর প্রথমবারের মত কোন পূর্ণাঙ্গ ক্রিকেট দল পাকিস্তান সফরে গেল।

জিম্বাবুয়ে ক্রিকেট দল পাকিস্তান সফরে যাওয়ায় তাদের নিরাপত্তা দিতে অসংখ্য নিরাপত্তা রক্ষী নিয়োজিত করা হয়। যেখানে এয়ারপোর্ট থেকে হোটেলের যাত্রা পথে ১৪ কিলোমিটার পর্যন্ত হাজার খানেক পুলিশ মোতায়েন করা হয়েছিল।

জিম্বাবুয়ের এই দলে ছিলেন ১৬ জন ক্রিকেটার, নয়জন অফিসিয়াল ও পাঁচ জন বোর্ড কর্মকর্তা। এ দলকে স্বাগতম জানায় বর্তমান মুসলিম লিগ সরকারের দু’জন মন্ত্রী। এছাড়া ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের উচ্চ পদস্থ কর্মকর্তারা।

আগামী ২২ মে থেকে ৩১ মে পর্যন্ত পাকিস্তান ও জিম্বাবুয়ে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। আর জুনের ০১ তারিখ পাকিস্তান ত্যাগ করবে দলটি।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, মে ১৯, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।