ঢাকা: বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট ও ওয়ানডে সিরিজে দ্বিতীয় সারির দল পাঠানোর সম্ভাবনা থাকলেও পূর্ণ শক্তির দলই ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। টেস্ট স্কোয়াডে ফিরেছেন অফ স্পিনার হরভজন সিং।
দুই বছরেরও বেশি সময় পর ভারতীয় দলে ফিরছেন হরভজন। ৩৪ বছর বয়সী এই স্পিনার ২০১৩ সালের মার্চে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন। আইপিএলের এই মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এখন পর্যন্ত ১৪ ম্যাচে ১৬ উইকেট নিয়ে নির্বাচকদের নজর কাড়েন।
ইনজুরির কারণে পেস বোলার মোহাম্মদ শামিকে দলে রাখা হয়নি। ওয়ানডে স্কোয়াডে তার স্থলাভিষিক্ত হয়েছেন ২৬ বছর বয়সী বোলার ধাওয়াল কুলকার্নি।
এর আগে সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম চাওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ সিরিজে ভারতের দ্বিতীয় সারির দল আসার সম্ভাবনা ছিল। কিন্তু, পাকিস্তানকে টাইগাররা যেভাবে ধবলধোলাই করলো তাতে করে বিসিসিআই মোটেই ঝুঁকি নিতে চায়নি। স্কোয়াড ঘোষণার মধ্য দিয়েই তা প্রমাণিত হলো।
ভারতের টেস্ট স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, চেতশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, হৃদ্দিমান সাহা, রবীচন্দ্রন অশ্বিন, হরভজন সিং, করণ শর্মা, ভুবনেশ্বর কুমার, উমেস যাদব, বরুন অ্যারণ ও ইশান্ত শর্মা।
ওয়ানডে স্কোয়াড: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, আকসার প্যাটেল, ভুবনেশ্বর কুমার, উমেস যাদব, মোহিত শর্মা, স্টুয়ার্ট বিনি ও ধাওয়াল কুলকার্নি।
উল্লেখ্য, ১০ জুন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দু’দলের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। ১৮, ২১ ও ২৪ জুন তিনটি ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে দেশে ফিরবে সফরকারীরা। তিনটি ম্যাচই হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘন্টা, মে ২০, ২০১৫
আরএম