ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রাজস্থানের বিদায়, এবার কোহলির প্রতিপক্ষ ধোনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, মে ২১, ২০১৫
রাজস্থানের বিদায়, এবার কোহলির প্রতিপক্ষ ধোনি ছবি: সংগৃহীত

ঢাকা: ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টম আসরে ফাইনালের টিকিট পেতে আরেক ধাপ এগিয়ে গেল বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ইলিমিনেটর রাউন্ডের ম্যাচে ব্যাঙ্গালুরু ৭১ রানে হারিয়েছে রাজস্থান রয়েলসকে।



পুনের মহারাষ্ট্র স্টেডিয়ামে এ ম্যাচে জয়ের ফলে ২২ মে রাঁচিতে অনুষ্ঠিত ম্যাচে গ্রুপ পর্বের শীর্ষস্থান নিয়ে শেষ করা মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সেমিফাইনালের আমেজ নিয়ে ফাইনালের টিকিট কাটতে লড়তে হবে ব্যাঙ্গালুরুকে।

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ব্যাঙ্গালুরুর অধিনায়ক কোহলি। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮০ রান তোলে গেইল-কোহলি-ভিলিয়ার্সরা। ওপেনিংয়ে নেমে ২৬ বলে ৪টি চার আর একটি ছক্কা হাঁকিয়ে ২৭ রান করেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। আরেক ওপেনার কোহলি ১৮ বলে ১২ রান করেন।

তিন নম্বরে নামা এবিডি ভিলিয়ার্স ব্যাঙ্গালুরুর হয়ে ইনিংস সর্বোচ্চ ৬৬ রান করে বিদায় নেন। আউট হওয়ার আগে ভিলিয়ার্স মানদিপ সিংকে নিয়ে জুটি গড়ে তোলেন ১১১ রান (মাত্র ৭০ বলে)। প্রোটিয়া তারকা ভিলিয়ার্স ৩৮ বল খেলে ৪টি করে চার ও ছক্কা হাঁকান। ভিলিয়ার্স আউট হলেও অপরাজিত থাকেন মানদিপ। তার ৫৪ রানের ইনিংসে মোকাবেলা করতে হয় ৩৪টি বল। যেখানে তিনি ৭টি চার আর দুটি ছক্কা হাঁকান।

১৮১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ফিরে যান দলের তারকা ব্যাটসম্যান শেন ওয়াটসন। মাত্র ১০ রান করে বিদায় নেন অজি এ ব্যাটসম্যান। আরেক ওপেনার অজিঙ্কা রাহানে করেন ৪২ রান। তার ৩৯ বলের ইনিংসে ছিল ৪টি চার। এছাড়া রাজস্থানের দলপতি স্টিভেন স্মিথ ১২ রান করেন।

রাজস্থানের আর কোনো ব্যাটসম্যান ব্যক্তিগত সংগ্রহ বড় করতে না পারলে ১৯ ওভারে ১০৯ রানেই গুটিয়ে যায় রাজস্থানের ইনিংস।

ব্যাঙ্গালুরুর হয়ে দুটি করে উইকেট নেন আরাভিন্দ, হার্সাল প্যাটেল, ডেভিড উইসি এবং চাহাল।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, ২১ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।