ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

নতুন মিশনে লঙ্কায় হাজির জন্টি রোডস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, মে ২৬, ২০১৫
নতুন মিশনে লঙ্কায় হাজির জন্টি রোডস ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার জন্টি রোডস এখনও তরুণসব ক্রিকেটারদের কাছে ফিল্ডিংয়ের আদর্শ। উড়ন্ত ফিল্ডার হিসেবে পরিচিত জন্টি রোডস এবার তার নতুন নতুন ফিল্ডিং কৌশল শেখাবেন শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলকে।

মঙ্গলবার (২৬ মে) তিনি নতুন মিশন নিয়ে লঙ্কায় হাজির হয়েছেন।

কিংবদন্তি ফিল্ডার হিসেবে জন্টি রোডসের বেশ সুখ্যাতি রয়েছে। দক্ষিণ আফ্রিকার সাবেক এই ডানহাতি ব্যাটসম্যান আইপিএল’র দল মুম্বাই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচের দায়িত্বে ছিলেন। আইপিএলের অষ্টম আসরে তার শিষ্যরা শিরোপাও নিজেদের করে নিয়েছে। বর্তমান সময়ের দশ দিন তিনি লঙ্কান ক্রিকেটারদের ফিল্ডিংয়ের রণকৌশল শেখাবেন।

স্বল্প সময়ের জন্য তাকে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ফিল্ডিং কোচের ভূমিকায় থাকছেন জন্টি রোডস। আগামী মাসেই পূর্ণাঙ্গ ক্রিকেট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে পাকিস্তান। তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা রয়েছে। এই সিরিজকে সামনে রেখে ক্রিকেটারদের ফিল্ডিংয়ে দক্ষতা বাড়াতেই জন্টিকে প্রস্তাব দেয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

উল্লেখ্য, ১৭ জুন গলে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ১১ জুলাই থেকে শুরু হবে। আর ১ আগস্ট দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে এই সিরিজের সমাপ্তি ঘটবে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ২৬ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।