ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

ফিটনেস অনুশীলনে টাইগাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, মে ২৯, ২০১৫
ফিটনেস অনুশীলনে টাইগাররা ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ভারত সিরিজকে সামনে রেখে শুক্রবার (২৯ মে) থেকে শুরু হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। ফিটনেস অনুশীলনেই কেটেছে ক্রিকেটারদের প্রথম দিন।

জাতীয় দলের আনুষ্ঠানিক ক্যাম্প গত ২০ মে শুরু হলেও বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শেষ রাউন্ডের ম্যাচের জন্য ক্যাম্প বন্ধ থাকে।

পাঁচ দিনের বিরতির পর ফের শুরু হয়েছে ক্যাম্প। শুক্রবার সকাল ১০টায় প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়নের  কাছে রিপোর্ট করেন। বিসিবি একাডেমির জিমনেসিয়ামে প্রায় দুই ঘণ্টা ফিটনেস অনুশীলন করেন মাশরাফি-মুশফিক-সৌম্য-সাব্বিররা। ফিটনেস কার্যক্রম তদারকি করেন বিসিবির পুনর্বাসন ট্রেইনার জাহিদুল ইসলাম খোকন।  

তামিম ইকবাল ও মুশফিকুর রহিম কিছু সময় জিমে কাটিয়ে চলে যান মিরপুর ইনডোরের নেটে। সেখানে প্রায় ১ ঘণ্টা ব্যাটিং অনুশীলন করেন তামিম-মুশফিক।

অনুশীলন শুরুর প্রথম ধাপে বাবার অসুস্থতার কারণে ক্যাম্পে আসতে পারেননি সাব্বির রহমান। তবে দ্বিতীয় ধাপের প্রথম দিন (শুক্রবার) সাব্বির ঠিকই যোগ দিয়েছেন। তবে এ দিন উপস্থিত ছিলেন না সাকিব আল হাসান।

আগামিকালও (শনিবার) ফিটনেস নিয়েই কাজ করবেন ক্রিকেটাররা। এর আগে ক্যাম্পের প্রথম ধাপে টানা তিন দিন ফিটনেস টেস্ট চলে ক্রিকেটারদের। প্রাথমিক সে পরীক্ষায় সন্তুষ্টি প্রকাশ করেন কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়ন।

জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে, স্পিন কোচ রুয়ান কালপাগে, ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল ও পেস বোলিং কোচ হিথ স্ট্রিক ছুটি শেষে এখনও ঢাকায় পৌঁছান নি। তারা দেশে ফিরলেই শুরু হবে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং অনুশীলন।

আগামি ৭ জুন একটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় আসবে ভারতীয় ক্রিকেট দল। ১০ জুন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একমাত্র টেস্ট ম্যাচটি। এরপর ১৮, ২১ ও ২৪ জুন সিরিজের ওয়ানডে ম্যাচগুলো মাঠে গড়াবে।

দিবা-রাত্রির সবগুলো ম্যাচই হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ২৯ মে ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।