ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রথম দিন শেষে কিউইদের সংগ্রহ ২৯৭

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৬ ঘণ্টা, মে ৩০, ২০১৫
প্রথম দিন শেষে কিউইদের সংগ্রহ ২৯৭ ছবি: সংগৃহীত

ঢাকা: টম ল্যাথাম আর উইকেটরক্ষক ব্যাটসম্যান লুক রঞ্চির ব্যাটে ভর করে ইংল্যান্ডের বিপক্ষে ২৯৭ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। হেডিংলিতে আগে ব্যাট করতে নামা কিউইরা প্রথম দিন শেষে ৮ উইকেট হারিয়েছে।



টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। শুরুটা দুর্দান্ত করে ইংলিশরা। নিউজিল্যান্ডের দলীয় দুই রানের মাথায় দুই উইকেট ফেলে দেয় ইংল্যান্ড। শূন্য হাতেই ফেরেন ওপেনার মার্টিন গাপটিল এবং তিন নম্বরে নেমে প্রথম বলেই আউট হওয়া কেন উইলিয়ামসন। দলীয় ৬৮ রানের মাথায় ফেরেন রস টেইলরও (২০ রান)। তবে, টপঅর্ডারের তিন ব্যাটসম্যান ব্যর্থ হলেও একপ্রান্ত আগলে রাখেন আরেক ওপেনার টম ল্যাথাম। স্টুয়ার্ট ব্রডের বলে জো রুটের তালুবন্দি হওয়ার আগে ল্যাথাম করেন ৮৪ রান।

মিডলঅর্ডারে নামা নিউজিল্যান্ড দলপতি ব্রেন্ডন ম্যাককালাম ২৮ বলে করেন ৪১ রান। লুক রঞ্চি ৭০ বলে ৮৮ রান করে বিদায় নেন। ল্যাথাম আর রঞ্চি মিলে ষষ্ঠ উইকেট জুটিতে ১২০ রান করেন।

ইংলিশদের হয়ে তিনটি উইকেট নেন ব্রড আর দুটি করে উইকেট পান অ্যান্ডারসন ও মার্ক উড।

বাংলাদেশ সময়: ০১২৬ ঘণ্টা, ৩০ মে ২০১৫
এমআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।