ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৭ ঘণ্টা, মে ৩০, ২০১৫
পাকিস্তানের সিরিজ জয় ছবি: সংগৃহীত

ঢাকা: সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও জয় তুলে নিয়েছে স্বাগতিক পাকিস্তান। ফলে, তিন ম্যাচ ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে রেখে দেশের মাটিতে দীর্ঘ ছয় বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা পাকিস্তান সিরিজ জয় নিশ্চিত করল।

সিরিজ জয়ী এ ম্যাচে পাকিস্তানের জয়টি ৬ উইকেটের।

আগে ব্যাট করা জিম্বাবুয়ে চামু চিবাবা আর সিকান্দার রাজার ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৮ রান তোলে। ১৬ বল হাতে রেখে ৪৭.২ ওভার খেলে জয়ের বন্দরে পৌঁছে যায় আজহার আলির পাকিস্তান। দলকে নিজেদের মাটিতে সিরিজ জেতাতে শতক হাঁকিয়ে সামনে থেকে নেতৃত্ব দেন দলপতি আজহার আলি।

ওপেনিং জুটিতে চিবাবা এবং ভুসি সিবান্দা ৮৩ রান তোলেন। সিবান্দা ১৩ রান করে বিদায় নিলেও চিবাবা ১০০ বলে ১১টি চার আর একটি ছক্কায় করেন ৯৯ রান। মাত্র এক রানের জন্য চিবাবা শতক বঞ্চিত হলেও সিকান্দার রাজা ব্যক্তিগত শতক হাঁকান। ৮৪ বলে ৮টি চারের পাশাপাশি তিনটি ছক্কা হাঁকান অপরাজিত থাকা রাজা (১০০ রান)।

২৬৯ রানের টার্গেটে খেলতে নেমে আজহার আলির শতকে সহজ জয় তুলে নেয় স্বাগতিকরা। ওপেনিংয়ে নেমে পাকিস্তান দলপতি ১০৪ বল মোকাবেলা করে ১০২ রান করে বিদায় নেন।

আরেক ওপেনার সরফরাজ আহমেদ করেন ২২ রান। তিন নম্বরে নামা মোহাম্মদ হাফিজ করেন ১৫ আর আসাদ শফিক ৫৯ বলে ৩৯ রান করেন। হারিস সোহেল খেলেন অপরাজিত ৫২ রানের (৪৯ বলে) ইনিংস আর সোয়েব মালিক ৩৮ বলে ৩৬ রান করে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে যান।

ম্যাচ সেরার পুরস্কার উঠে পাকিস্তান অধিনায়ক আজহার আলির হাতে।

বাংলাদেশ সময়: ০১৫৬ ঘণ্টা, ৩০ মে ২০১৫
এমআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।