ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফর করবে ‘এ’ দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, মে ৩০, ২০১৫
জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফর করবে ‘এ’ দল

ঢাকা: জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটারদেরও ব্যস্ততা বাড়ছে আগামি দিনগুলোতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ‘এ’ দল নিয়ে চার বছরের পরিকল্পনা করেছেন।

পরিকল্পনার অংশ হিসেবে শনিবার (৩০ মে) দুপুরে বিসিবি কার্যালয়ে সভায় বসেছিলেন ক্রিকেট অপারেসন্স কমিটির সদস্যরা।

সভা শেষে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয় সাংবাদিকদের জানান, ‘এখন পর্যন্ত জিম্বাবুয়ের ‘এ’ দলের সঙ্গে আমাদের একটা কনফার্ম ট্যুর আছে। আমরা চেষ্টা করছি দক্ষিণ আফ্রিকাকে যোগ করতে। জিম্বাবুয়ে থেকে দক্ষিণ আফ্রিকা খুব কাছে। ওদের সঙ্গে ফাইনাল কথা হলেই পূর্ণাঙ্গ সূচি চূড়ান্ত করা হবে। ’

দুর্জয় আরো যোগ করে বলেন, ‘শুধু জিম্বাবুয়ে কিংবা দক্ষিণ আফ্রিকা নয়, অন্য দেশগুলোর সঙ্গেও আমরা যোগাযোগ করছি কিভাবে ‘এ’ দলকে পাঠানো যায়। আমরা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা ও ভারতের সঙ্গে ‘এ’ দলের খেলার ব্যাপারে অগ্রাধিকার দিচ্ছি। তাদের সঙ্গেও এটা নিয়ে আমরা কথা বলা শুরু করবো। ’

বাংলাদেশ ‘এ’ দলের ভবিষ্যত সিরিজ সফর প্রসঙ্গে দুর্জয় বলেন, আমরা পর্যায়ক্রমে আরও বেশি প্রোগ্রাম যেন করতে পারি সেগুলো নিয়ে কাজ করছি। কাদের আমরা আমন্ত্রণ জানাতে পারি, সেগুলো নিয়ে ভাবছি। আমাদের কোথায় কোথায় যাওয়া উচিৎ কিংবা কাদের আমাদের এখানে আমন্ত্রণ জানানো উচিৎ সেগুলো নিয়েও আমরা আলোচনা করছি। ’

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ৩০ মে ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।