ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নভেম্বরে বাংলাদেশ সফরে আসতে ‍চায় ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, মে ৩০, ২০১৫
নভেম্বরে বাংলাদেশ সফরে আসতে ‍চায় ওয়েস্ট ইন্ডিজ ছবি: সংগৃহীত

ঢাকা: চলতি বছরের নভেম্বর মাসে বাংলাদেশ সফরে আসতে চায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড শুধুমাত্র চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তাব দেওয়ায় সিরিজটা এখনো চূড়ান্ত করতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।



শনিবার (৩০ মে) দুপুরে বিসিবি কার্যালয়ে ক্রিকেট অপারেশন্স কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাইমুর রহমান দূর্জয় সাংবাদিকদের ‍জানান, ‘ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ খেলার কথা চলছে। ওরা চাচ্ছে, চারটা টি-টোয়েন্টি ম্যাচ খেলতে। আমরা চাচ্ছি দুইটা ওয়ানডে, দুইটা টি-টোয়েন্টি অথবা তিনটা ওয়ানডে ও দুইটা টি-টোয়েন্টি ম্যাচ খেলতে। কোনটা আমাদের জন্য বেশি ভালো হবে সেটা নিয়েই আজ মিটিংয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করলাম। ’

উল্লেখ্য, চলতি বছরটিতে ব্যস্তসূচি অপেক্ষা করছে বাংলাদেশের সামনে। আগামি ৭ জুন একটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ভারতীয় ক্রিকেট দল।

এরপর জুলাইয়ের প্রথম সপ্তাহে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য বাংলাদেশ সফর করবে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া দলেরও বাংলাদেশ সফর করার কথা। এবার দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আগ্রহী দলের তালিকায় যোগ হলো ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ৩০ মে ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।