ঢাকা, রবিবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ০৯ মার্চ ২০২৫, ০৮ রমজান ১৪৪৬

ক্রিকেট

টিম অপারেশন্স ম্যানেজার নিয়োগ দেবে বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, মে ৩০, ২০১৫
টিম অপারেশন্স ম্যানেজার নিয়োগ দেবে বিসিবি ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা বিভাগ নতুন একটি পদ চালু করতে যাচ্ছে। শনিবার (৩০ মে) বিসিবি কার্যালয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয় সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।



দুর্জয় বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি খুব শিগগিরই একজন টিম অপারেশন্স ম্যানেজার নিয়োগ দেব।

এ পদে বিসিবি’র ‌কাউকে দেখা যাবে কী না-এমন প্রশ্নে দুর্জয় বলেন, ‘এই পদে বোর্ডের কেউ থাকবে ব্যাপারটা এমন নয়। এটা নিয়ে আলাপ হয়নি। অবশ্যই প্রফেশনাল লোক হতে হবে। বিসিবি’র পলিসিতে যেভাবে নিয়োগ প্রক্রিয়া আছে সেভাবেই হবে। ’

এছাড়া দুর্জয় বিপিএল নিয়েও কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। বিপিএলের গভর্নিং কাউন্সিল দুর্জয়ের কাছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ক্রিকেটারদের বকেয়া টাকা পরিশোধের দায়িত্ব অর্পণ করেছেন। সেই কাজের কতটা অগ্রগতি হয়েছে জানতে চাইলে দুর্জয় বলেন, ‘হিসেব-নিকেশ অনেক দূর এগিয়েছে, বেশিরভাগ কাজই শেষ। কিছু কিছু জায়গায় একটু বিভ্রান্তি রয়েছে। ফ্রাঞ্চাইজি বলছে এক রকম, আবার খেলোয়াড়রা বলছে আরেক রকম। বোর্ডের কাছে যে সব কাগজপত্র আছে, তার সঙ্গে ৩টি বিভাগের তথ্যের অসঙ্গতি রয়েছে। তবে এটা খুব অল্পই; ৩-৪টি ইস্যু মেলাতে পারিনি আমরা। আশা করি, অল্প কিছুদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। ’

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ৩০ মে ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।