ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

মন্ত্রীর কথায় চটেছে পিসিবি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, মে ৩১, ২০১৫
মন্ত্রীর কথায় চটেছে পিসিবি ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের তথ্যমন্ত্রী পারভেজ রশিদ ‘জি নিউজ’কে জানিয়েছিলেন, সফরকারী জিম্বাবুয়ে আর স্বাগতিক পাকিস্তানের মধ্যে ম্যাচ চলাকালীন গাদ্দাফি স্টেডিয়ামের বাইরে বোমা হামলায় দু’জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও চারজন। মন্ত্রীর এমন বিবৃতির পর চটেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবি।



পারভেজ রশিদ আরও বলেছিলেন, ম্যাচের দায়িত্বে থাকা পুলিশ আত্মঘাতী বোমা হামলাকারীদের থামাতে গিয়ে আহত হয়েছেন। নিহত একজন সাধারণ ব্যক্তি অন্য একজন পুলিশ সদস্য।

এদিকে পিসিবি তাদের এক বিবৃতিতে জানায়, তথ্যমন্ত্রী যে কথা বলেছেন তা সত্য নয়। বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে এ ঘটনাটি ঘটেছে। মন্ত্রীর মন্তব্যে এখন ক্রিকেট মহলে বিভ্রান্তি ছড়াচ্ছে, যা কাম্য নয়।

পিসিবি’র একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানানো হয়, মন্ত্রীর এমন তথ্য লজ্জাজনক। তার ভুল মন্তব্যে আমাদের সকল পরিশ্রম ভেস্তে যেতে পারে। আমরা চেয়েছিলাম সফরকারীরা দেশে ফিরলে এটা নিয়ে আলোচনায় বসতে। বোর্ডের প্রেসিডেন্ট শাহরিয়ার খান এবং সিনিয়র সদস্য নাজাম শেঠি জানিয়েছিলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য সরকারের দারস্থ হতে। ঘটনার পর আমরা জিম্বাবুয়ে বোর্ডের সঙ্গে আলোচনা করেছি। তারা নিশ্চিত করেছে সফরের শেষ ম্যাচটি খেলেই তারা ফিরবে।

বিস্ফোরণের পর জিম্বাবুয়েকে আরও বেশি নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করে চেলেছে পাকিস্তান পুলিশ। চার হাজার পুলিশ সদস্য তাদের নিরাপত্তার কাজে নিয়োজিত। এছাড়া দুই হাজার পুলিশ সর্বদা স্টেডিয়াম এবং জিম্বাবুয়ের টিম হোটেলের রাস্তায় টহল দেবে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ৩১ মে ২০১৫
এমআর|

** লাহোর হামলায় নিহত দু’জন
** পাকিস্তানের ম্যাচ চলাকালীন বিস্ফোরণে আহত ৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।