ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

মিসবাহর আকুতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, মে ৩১, ২০১৫
মিসবাহর আকুতি মিসবাহ উল হক

ঢাকা: সীমিত ওভারের ক্রিকেটে অবসর নেওয়ায় ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে নেই মিসবাহ উল হক। তবে পাকিস্তানের টেস্ট অধিনায়ক রীতিমত আকুতি করেই বললেন, জিম্বাবুয়ের পর যেন আরো কয়েকটি আন্তুর্জাতিক ক্রিকেট টিম পাকিস্তান সফরে আসে।



ইতোমধ্যেই দুই ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা। রোববার (৩১ মে) শেষ একদিনের ম্যাচ খেলে দেশে ফিরবে সফরকারীরা।

এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে মিসবাহ বলেন, ‘দীর্ঘদিন পর দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরলেও ক্রিকেটের প্রতি পাকিস্তানের জনগণের ভালবাসার কমতি নেই। গাদ্দাফি স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি সেটিই প্রমাণ করে। এতে কোনো সন্দেহ নেই, আমাদের দেশে ক্রিকেট খুবই জনপ্রিয়। ’

সাবেক ওয়ানডে অধিনায়ক ‍আরও বলেন, ‘এই সিরিজের মধ্য দিয়ে বিশ্ববাসীর কাছে একটি বার্তাই পৌঁছালো, ক্রিকেট থেকে পাকিস্তানকে কেউই আলাদা করতে পারবে না। এখন এই ধারাবাহিকতা বজায় রাখাটা জরুরী। আমি চাই, অন্যান্য টেস্ট খেলুড়ে দলগুলোও যেন পাকিস্তান সফরে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এতে করে আমাদের আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের পথটা আরো উন্মোচিত হবে। ’

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘন্টা, মে ৩১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।