ঢাকা: বুধবার (০৩ জুন) ঘোষিত হয়েছে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৪ সদস্যের বাংলাদেশ দল। গেল পাকিস্তান সিরিজের দল থেকে পরিবর্তন এসেছে মাত্র একটি।
বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণার পর দল নির্বাচন নিয়ে ব্যাখ্যা দিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ। তিনি বলেন, কোচ, অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টের চাওয়াকে প্রাধান্য দিয়েই আমরা দল নির্বাচন করেছি।
লেগস্পিনার জুবায়ের হোসেন লিখনের অন্তর্ভূক্তি নিয়ে প্রধান নির্বাচক বলেন, লিখনকে নিয়ে কোচ ও অধিনায়কের বিশেষ পরিকল্পনা রয়েছে। তাই ওকে (জুবায়ের হোসেন) দলে রাখা হয়েছে।
১৪ সদস্যের বাংলাদেশ স্কোয়াডে ৯ জনই স্পেশালিস্ট ব্যাটসম্যান। এ প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, একাদশে ৯ জন (ব্যাটসম্যান) তো আর থাকবে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি, ৭ জন ব্যাটসম্যান আর ৪ জন বোলার নিয়ে খেললে ভালো হবে।
বাংলাদেশ দলের কাছে নির্বাচকদের প্রত্যাশা নিয়ে প্রশ্ন করা হলে প্রধান নির্বাচক বলেন, দলের কাছে ভালো ক্রিকেট আশা করছি। ভারতের মূল স্ট্রেন্থ ব্যাটিং, আমাদেরও তাই। পাঁচদিন খেলে টেস্ট ম্যাচটা ‘ড্র’ করতে পারলেই আমরা সন্তুষ্ট হবো।
আগামি ১০ জুন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি। আগামি ৮ জুন ঢাকায় পা রাখবে ভারতীয় ক্রিকেট দল।
টাইগারদের টেস্ট দল: মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মুমিনুল হক, শুভাগত হোম চৌধুরী, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন লিখন, রুবেল হোসেন, মোহাম্মদ শহীদ ও আবুল হাসান রাজু।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ০৩ জুন ২০১৫
এসকে/এমআর