ঢাকা: খুব কাছে চলে এসেছে ভারত সিরিজ। একটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামি সোমবার (৮ জুন) ঢাকায় আসবে ভারতীয় ক্রিকেট দল।
‘মহাগুরুত্বপূর্ন’ এই সিরিজ নিয়ে অনুশীলনে বেশ মনযোগ দিচ্ছেন টাইগার ক্রিকেটাররা। প্রতিদিনই নতুন কিছু কৌশল অবলম্বন করছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। টানা তিন দিন ব্যাটিং-বোলিং অনুশীলনের পর মঙ্গলবার (০২ জুন) শুধু ফিল্ডিং অনুশীলন করেছিল বাংলাদেশ দল। বুধবার (০৩ জুন) আবার ব্যাটিং-বোলিং অনুশীলন করেছে সাকিব-তামিম-রুবেল-মুশফিকরা।
গত কয়েক দিনের তুলনায় নেটে আজ একটু বেশিই আত্মবিশ্বাসী ছিল টপঅর্ডার ব্যাটসম্যানরা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মধ্যভাগে আলাদা দুটি নেটে চলে ব্যাটিং-বোলিংয়ের অনুশীলন। তবে বোলারদের চেয়ে ব্যাটসম্যানরাই আজ বেশি মার্কস পেয়েছেন।
শুরুতে নেটে ব্যাটিং করতে নামেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। সাকিবকে বোলিং করেন টেস্ট স্কোয়াডের তিন স্পিনার তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন ও শুভাগত হোম। বাঁহাতি তাইজুলের ঘূর্ণি, জুবায়েরের লেগস্পিন আর শুভাগতের অফ স্পিন ভালোই সামলেছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান।
কিছু বল স্লগ সুইপ খেলে উড়িয়েও মেরেছেন গ্যালারী বরাবর। অন্যান্য বোলারদের সাকিব শাসন করলেও জুবায়ের হোসেনের গুগলি খেলতে বেগ পেতে হয়েছে সাকিবের। বেশ কয়েকবারই ব্যাটে ‘মিসড টাইমড’ হওয়ায় স্বভাবসুলভ ঢঙে আফসোসও করেছেন এ বাঁহাতি।
সাকিব যখন স্পিনে নিজেকে ঝালিয়ে নিচ্ছিলেন তখন পাশের নেটে তামিমের ব্যাটে আগুন ঝড়ছে! প্রায় সব বলই ব্যাটের মাঝ বরাবর নিয়ে খেলেছেন পছন্দের ড্রাইভগুলো।
বাংলাদেশের ব্যাটিংয়ের আরো দুই স্তম্ভ মুশফিকুর রহিম ও মুমিনুল হকও ব্যাটিং অনুশীলন করেন। বিকেলের দিকে দলের বাকি ক্রিকেটাররা ব্যাট-বলের অনুশীলন করেন।
আগামিকাল (৪ জুন) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে টাইগারদের স্কিল অনুশীলন। শুক্রবার অনুশীলন নেই ক্রিকেটারদের।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ০৩ জুন ২০১৫
এসকে/এমআর