ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের ম্যাচের দায়িত্বে থাকবেন যারা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, জুন ৪, ২০১৫
টাইগারদের ম্যাচের দায়িত্বে থাকবেন যারা ছবি: সংগৃহীত

ঢাকা: টাইগারদের বিপক্ষে একটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসছে ভারত। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আম্পায়ারদের বাজে কিছু সিদ্ধান্তের কারণে ম্যাচ থেকে ছিটকে পড়ে মাশরাফি বাহিনী।

তাই এবারের আসন্ন সিরিজের দায়িত্বে থাকছেন কোন কোন আম্পায়ার তা নিয়ে ক্রিকেট মহলে ছিল যথেষ্ট কৌতূহল।

কৌতূহল মিটিয়ে বাংলাদেশ-ভারত সিরিজের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে ৬ জন বাংলাদেশি ও ৩ জন বিদেশি আম্পায়ার রয়েছেন। একজন ম্যাচ রেফারিকেও রাখা হয়েছে সে তালিকায়।

চলতি মাসের ১০ তারিখ থেকে শুরু হবে প্রথম টেস্ট। দুই দলের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ম্যাচ গুলো হবে ১৮, ২১ ও ২৪ জুন। চারটি ম্যাচের জন্য ম্যাচ রেফারির দায়িত্ব সামলাবেন জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রফট।

বিসিবি থেকে জানানো হয়, ৬ জন দেশি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন এনামুল হক মনি, শরফুদ্দৌলা ইবনে সৈকত, আনিসুর রহমান, গাজী সোহেল, মাসুদুর রহমান মুকুল ও তানভির আহমেদ। আর বিদেশি আম্পায়ার থাকছেন রড টাকার, নাইজেল লং ও কুমার ধর্মসেনা। একমাত্র টেস্টে মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করবেন নাইজেল লং ও কুমার ধর্মসেনা। শরফুদ্দৌলা ইবনে সৈকত থাকবেন টিভি আম্পায়ার। আর চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্বে থাকবেন বাংলাদেশের সাবেক স্পিনার এনামুল হক মনি।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, ০৪ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।