ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

হতাশ ক্যারিবীয়রা, স্বস্তিতে নেই অজিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, জুন ৪, ২০১৫
হতাশ ক্যারিবীয়রা, স্বস্তিতে নেই অজিরা

ঢাকা: অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিন মোট উইকেট পড়েছে ১৩টি। তার মধ্যে টসে জেতা ক্যারিবীয়দের উইকেট ১০টি।

বাকি তিনটি উইকেটের পতন ঘটেছে অজিদের।

আগে ব্যাটিং নিয়ে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ প্রথম দিনের চা-বিরতির আগেই অলআউট হয়ে যায়। প্রথম ইনিংসে তাদের রান আসে মাত্র ১৪৮। আর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৮৫ রানেই তিন উইকেট হারায় সফরকারী অস্ট্রেলিয়া।

ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দিনেশ রামদিনের দল। ওপেনার সাই হোপ করেন সর্বোচ্চ ৩৬ রান। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রান আসে জ্যাসন হোল্ডারের ব্যাট থেকে। তিনি ২১ রান করে বিদায় নেন। রামদিন ১৯, ব্রাভো ১৯ আর ওপেনার ব্যাথওয়েট করেন ১০ রান। ডরউইচ ১৫ রান করলেও ব্যর্থ হন ৭ রান করা মারলন স্যামুয়েলস।

সফরকারী অজিদের হয়ে তিনটি করে উইকেট তুলে নেন জোস হ্যাজেলউড এবং মিচেল জনসন। এছাড়া দুটি ‌উইকেট পান মিচেল স্টার্ক।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি অজিদের। দলীয় ১৩ রানের মাথায় ডেভিড ওয়ার্নারকে হারায় সফরকারীরা। শন মার্শ ১৯ আর দলপতি মাইকেল ক্লার্ক করেন ১৮ রান। স্টিভেন স্মিথ ১৭ ও অ্যাডাম ভোজেস ২০ রান নিয়ে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, ০৪ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।