ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

টাকা দিয়ে জিম্বাবুয়েকে এনেছিল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, জুন ৪, ২০১৫
টাকা দিয়ে জিম্বাবুয়েকে এনেছিল পাকিস্তান ছবি: সংগৃহীত

ঢাকা: দীর্ঘ ছয় বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানের মাটিতে। গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে অনুষ্ঠিত সিরিজের আগে ও পরে পাকিস্তানের সাবেক, বর্তমান ক্রিকেটারদের সঙ্গে গলা মিলিয়ে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি) বলেছিল, সিরিজটি আয়োজন করা পাকিস্তানের জন্য এক ঐতিহাসিক বিজয়।



২০০৯ সালের মার্চে শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলার পর থেকে কোনো দল পাকিস্তানে খেলতে যেতে চায়নি। জিম্বাবুয়ে তাদের দল পাঠাবে কি পাঠাবে না, সেটি নিয়েও ছিল টানাপোড়েন। অবশেষে পাকিস্তান সফরে যায় জিম্বাবুয়ে।

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকইনফো’সহ আরো কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, পাকিস্তান সফরে আসার জন্য জিম্বাবুয়েকে মোটা অঙ্কের অর্থ দিয়েছে পিসিবি। আর আর্থিক নিশ্চয়তার হাতছানি পেয়ে সফরে আসতে রাজি হয় জিম্বাবুয়ের খেলোয়াড়রা।

পিসিবি থেকে পুরো জিম্বাবুয়ে দলকে ৫ লাখ ইউএস ডলার দেওয়ার আশ্বাস দেওয়া হয়। সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরও জানানো হয়, যখন পাকিস্তান সফরে শেষ মুহূর্তে না আসার বিষয়টি জিম্বাবুয়ের বোর্ড থেকে জানানো হয়েছিল, তখন প্রতিটি ক্রিকেটারকে ১০ হাজার ইউএস ডলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

প্রথম ওয়ানডের আট দিন আগে আবারো বেঁকে বসে জিম্বাবুয়ের ক্রিকেটাররা। সংবাদ সম্মেলন করে তারা জানিয়ে দেয়, নিরাপত্তাহীনতার কারণে তারা সফরে আসবেন না। এর আধাঘণ্টা পর পিসিবির সঙ্গে আলোচনা শেষে আবারো বলা হয় জিম্বাবুয়ে পাকিস্তান সফরে আসছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম গুলো আরও জানা যায়, সফরে আসার জন্য জিম্বাবুয়ের ক্রিকেটাররা নাকি সরাসরি দর কষাকষিতে অংশ নিয়েছিল। অবশেষে পিসিবি থেকে প্রতিশ্রুতি দেওয়া হয় প্রত্যেক ক্রিকেটারকে সাড়ে ১২ হাজার ইউএস ডলার দেওয়া হবে। তবে, পিসিবি অবৈধ এ চুক্তির সঙ্গে শর্ত জুড়ে দেয়।

পিসিবি’র শর্ত ছিল দুইভাগে অর্থ দেওয়া হবে সফরে আসা ক্রিকেটারদের। প্রথমভাগে অর্ধেক অর্থ দেওয়া হবে। আর সফর শেষ করে নিজ দেশে ফিরলে বাকি অর্থেক অর্থ দেওয়া হবে।

দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচ চলাকালীন সময়ে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের বাইরে বোমা বিস্ফোরণে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া যায়। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছে বলে ধারণা করা হলেও পিসিবি ব্যাপারটিকে ধামা-চাপা দিতে চেষ্টা করে। বোর্ড থেকে জানানো হয়, বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ হয়েছে।

এরপরও তৃতীয় ওয়ানডে ম্যাচ খেলেই দেশে ফেরার কথা জানায় জিম্বাবুয়ের ক্রিকেটাররা। সে মোতাবেক তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ খেলে সফর শেষ করে নিরাপত্তার ঝুঁকি নিয়ে পাকিস্তান সফর আসা জিম্বাবুয়ে।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ০৪ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।