ঢাকা: ভারতের বিরুদ্ধে আসন্ন সিরিজের মাত্র পাঁচ দিন আগে আহত হলেন বাংলাদেশ ক্রিকেট দলের দুই খেলোয়াড়। ঘরের মাঠে নিজেদের যোগ্যতা প্রমাণে নিয়মিত ঘাম ঝরানোর জন্য অনুশীলনকে কেন্দ্র করে আহত হন তারা।
অনুশীলনে অংশ নিতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রিকশাযোগে আসার পথে বাসের ধাক্কায় আহত হন টাইগার অধিনায়ক (ওয়ানডে) মাশরাফি বিন মর্তুজা।
বৃহস্পতিবার (০৪ মে) সকাল সাড়ে ৯টায় পেছন থেকে বাসের ধাক্কায় রিকশা থেকে পড়ে যান মাশরাফি। এতে দুই হাতের কব্জি ও হাঁটুতে আঘাত পান তিনি। দ্রুতই তার দুই হাত ও হাঁটুতে ব্যান্ডেজ করা হয়।
মাশরাফির আহতের ওই খবরে টাইগার ভক্তরা যখন উদ্বিগ্ন, ঠিক সে মুহূর্তে আরেকটি বিষাদের খবর জানা গেলো। এবার অনুশীলনে যোগ দিয়ে আহত হয়েছেন টাইগার অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের এক ফাঁকে বাম হাতের দুই আঙ্গুলে ব্যাথা পান রিয়াদ। ফিল্ডিং অনুশীলনের সময় তিনি ব্যাথা পান। এরপর দলের চিকিৎসক তাকে পর্যবেক্ষণ করেন।
এদিকে, মাশরাফিকে নিয়ে শঙ্কার কিছু নেই বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের চিকিৎসক দেবাশিষ চৌধুরী। তবে টিম ম্যানেজম্যান্টের সঙ্গে কথা না বলে বিস্তারিত কিছু জানাতে পারবেন বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে, মাহমুদুল্লার আঘাতের বিষয়ে চিকিৎসক বায়েজেদুল ইসলাম জানান, সকালে অনুশীলনের সময় বাম হাতে আঘাত পান মাহমুদুল্লাহ। দুই আঙ্গুলে আঘাত পান তিনি। আমরা তার হাতের এক্স-রে করেছি। রিপোর্টে দেখা যাচ্ছে, তার আঙ্গুলে হলকা চিড় ধরেছে। তবে, সার্বিক অবস্থা ভালো করে বোঝার জন্য তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নেওয়া হচ্ছে।
চোট গুরুতর হলে কী হতে পারে? প্রশ্নের উত্তরে তিনি বলেন, মাহমুদুল্লাহর সঙ্গে আমরা একজন চিকিৎসক পাঠাচ্ছি। যদি তার ফ্র্যাকচার জটিল হয়, তবে তাকে তিন সপ্তাহের সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। আর যদি মারাত্মক কিছু না হয়, তবে অল্প কিছুদিন বিশ্রাম নিলেই হবে।
ভারতের বিপক্ষে টেস্ট স্কোয়াডে রয়েছেন মাহমুদুল্লাহ। ১০ জুন থেকে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
জেডএস/
** বাসের ধাক্কায় আহত মাশরাফি
** অনুশীলনে আহত মাহমুদুল্লাহ