ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

টানা দ্বিতীয়বার বর্ষসেরা ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, জুন ৪, ২০১৫
টানা দ্বিতীয়বার বর্ষসেরা ডি ভিলিয়ার্স এবি ডি ভিলিয়ার্স

ঢাকা: টানা দ্বিতীয়বারের মত দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন এবি ডি ভিলিয়ার্স। ক্রিকেট সাউথ আফ্রিকার এক গালা অনুষ্ঠানে নয়টি পুরস্কারের মধ্যে পাঁচটি ‍অ্যাওয়ার্ডই জিতে নেন এ প্রোটিয়া অধিনায়ক।



২৭ বছরের তারকা ক্রিকেটার এদিন বর্ষসেরা ক্রিকেটারের সঙ্গে ওডিআই ক্রিকেটার অব দ্যা ইয়ার, ক্রিকেটার্স’ ক্রিকেটার অব দ্যা ইয়ার, এসএ ফ্যানস্ ক্রিকেটার অব দ্যা ইয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হন।

এছাড়া গত বছর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করায় ‘সো গুড অ্যাওয়ার্ড’ লাভ করেন এ ডানহাতি ব্যাটসম্যান।

ডি ভিলিয়ার্স দ্বিতীয় প্রোটিয়া ক্রিকেটার হিসেবে টানা দ্বিতীয়বার দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার হলেন। এর আগে ২০০৫ ও ২০০৬ সালে টানা দ্বিতীয়বার প্রোটিয়া বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন সাবেক পেস বোলার মাখায়া এনটিনি।

তবে দু’বার করে এ পুরস্কার পেয়েছেন দলটির সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিস (২০০৪ ও ২০১১) ও বর্তমান ব্যাটিং তারকা হাশিম আমলা (২০১০ ও ২০১৩)। আর ভিলিয়ার্সের আগে প্রোটিয়া বর্ষসেরা হয়েছেন যথাক্রমে পেসার ভারনন ফিলেন্ডার (২০১২), সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ (২০০৯), পেসার ডেল স্টেইন (২০০৮) ও সাবেক পেসার শন পোলক (২০০৭)।

এদিন দলটির টেস্ট ক্রিকেটার অব দ্যা ইয়ার পুরস্কার দেয়া হয় হাশিম আমলাকে। আমলা ২০১০ সালে পাঁচটি পুরস্কার হাতে নিয়েছিলেন। অন্য অ্যাওয়ার্ডগুলোর মধ্যে মরনে ভ্যান ওয়েক হয়েছেন টি-২০’র সেরা ক্রিকেটার, ডেল স্টেইন পেয়েছেন বছরের সেরা ডেলিভারির অ্যাওয়ার্ড। আর রিলে রসো হয়েছেন প্রোটিয়া নতুন সেরা ক্রিকেটার।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।