ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্কিল অনুশীলন করলো টাইগাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, জুন ৪, ২০১৫
স্কিল অনুশীলন করলো টাইগাররা ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ভারত সিরিজের জন্য বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট-বলের স্কিল অনুশীলন করেছে বাংলাদেশ দল। এদিন নেটে ব্যাটিং-বোলিংয়ে ঘাম ঝড়িয়েছেন মুশফিক-তামিম-লিটন-সৌম্য-রবেল ও তাসকিনরা।



অনুশীলনে আজ মূল বোলারদের সঙ্গে হাত ঘুরিয়েছেন মুমিনুল হক ও ইমরুল কায়েস। স্ট্যাম্পের পেছনে থেকে জুবায়ের হোসেন লিখনের লেগস্পিন মনযোগ দিয়ে দেখেছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। শেষ ভাগে কোচ জুবায়েরকে দিয়ে ব্যাটিং অনুশীলনও করিয়েছেন।

তামিম ইকবাল আজ ব্যাটিংয়ের চেয়ে রানিংয়ে বেশি সময় দেন। কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়নের সঙ্গে রানিং নিয়ে কাজ করেন তামিম। গতকালের মত আজও নেটে দীর্ঘক্ষন ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব আল হাসান।

সকালে ফিল্ডিং অনুশীলন করার সময় বলের আঘাতে ইনজুরিতে পড়েন দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। বাঁ-হাতের আঙ্গুলে চিড় ধরায় ভারত সিরিজে মাঠে নামা অনিশ্চিত হয়ে গেছে তার।

আজ অনুশীলন করতে পারেন নি বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। অনুশীলনের জন্য মাঠে আসার সময় রাস্তায় দুর্ঘটনার কবলে পড়েন মাশরাফি। বাসা থেকে রিকসাযোগে আসার পথে বাসের ধাক্কায় রিকশা থেকে পড়ে যান মাশরাফি। এতে দুই হাতের কব্জি ও হাঁটুতে আঘাত পান তিনি।   দ্রুতই তার দুই হাত ও হাঁটুতে ব্যান্ডেজ করা হয়। সপ্তাহখানে ব্যাট-বলের অনুশীলন থেকে দূরে থাকতে হবে মাশরাফিকে।

ভারত সিরিজের আগে একদিন ছুটি পেয়েছেন ক্রিকেটাররা। আগামিকাল বাংলাদেশ দলের অনুশীলন নেই। ছুটি কাটিয়ে আগামি শনিবার সকালে মিরপুর একাডেমির জিমনেসিয়ামে স্ট্রেন্থ প্রোগ্রামে অংশ নেবে টাইগারা।  

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।