ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

ভোজেসের অভিষেক শতকে স্বস্তিতে অজিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, জুন ৫, ২০১৫
ভোজেসের অভিষেক শতকে স্বস্তিতে অজিরা ছবি : সংগৃহীত

ঢাকা: ডমিনিকায় প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে রয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। আর নিজেদের দ্বিতীয় ইনিংসে অজিদের চেয়ে এখনো ১৪৫ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ।

দিন শেষে তাদের সংগ্রহ দুই উইকেটে ২৫ রান।

স্কোর
ওয়েস্ট ইন্ডিজ- ১৪৮, ২৫/২

অস্ট্রেলিয়া- ৩১৮

অজিদের হয়ে পুরো আলোটা নিজের করে নেন অ্যাডাম ভোজেস। অস্ট্রেলিয়ার জার্সি গায়ে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে অভিষেক  টেস্টেই সেঞ্চুরি তুলে নেন ৩৫ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান। অন্য প্রান্তে সবাই উইকেট বিলিয়ে দিয়ে আসলেও ভোজেসের শতকে ভর করে প্রথম ইনিংসে ৩১৮ রানের সংগ্রহ দাঁড় করায় সফরকারীরা।

ক্যারিবীয়দের হয়ে দেবেন্দ্র বিশু একাই ছয় উইকেট দখল করেন।

প্রথম ইনিংসের মতো নিজেদের দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২৫ রান তুলতেই দুই ওপেনার শাই হোপ (২) ও ক্রেইগ ব্রাথওয়েট ১৫ রান করে সাজঘরে ফেরেন। ড্যারেন ব্রাভো ৩ ও শেন ডোওরিচ ১ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন ব্যাটিংয়ে নামবেন।

অজিদের হয়ে উইকেট দু’টি লাভ করেন মিচেল জনসন ও মিচেল স্টার্ক।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘন্টা, জুন ০৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।