ঢাকা: অ্যান্টি-করাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিটের (আকসু) প্রধান রবি সাওয়ানির পদত্যাগপত্র অফিসিয়ালি গ্রহণ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। গত এপ্রিলে তিনি পদত্যাগপত্র জমা দেন।
বর্তমানে সপরিবারে ইউরোপে অবস্থান করছেন সাওয়ানি। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনটি নিশ্চিত করেন এবং বলেন, ‘হ্যাঁ, আমি পদত্যাগ করেছি। এর পেছনে অন্য কোনো কারণ নেই। সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছি। ’
অন্যদিকে, সাওয়ানির স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন দিল্লির সাবেক পুলিশ কমিশনার নিরাজ কুমার। এর আগেও এমন খবর পাওয়া গেছে। এখন শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া বাকি।
বিতর্কিত আইপিএলের ২০১৩ সিজনে স্পট ফিক্সিংসের প্রধান তদন্ত কর্মকর্তার দায়িত্বে ছিলেন নিরাজ। তখন রাজস্থান রয়্যালসের তিনজন ক্রিকেটারের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হয়। এর মধ্যে ভারতীয় দলের পেসার শ্রীশান্তও ছিলেন।
বাংলাদেশ সময়: ১২২৬ ঘন্টা, জুন ০৫, ২০১৫
আরএম