ঢাকা: দু’বছর পর টেস্ট দলে ফিরেছেন। কিন্তু, রবীচন্দ্রন অশ্বিন থাকায় মুল একাদশে সুযোগ পাবেন কিনা তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে।
হরভজনের ভূয়সী প্রশংসাই করেছেন মুরালিধরন। ‘ ভারতের সফল স্পিন বোলারদের মধ্যে হরভজন অন্যতম। আইপিএলে ভালো খেলেই সে পুনরায় জাতীয় দলে ফিরেছে। ভারতের হয়ে আবারো দীর্ঘমেয়াদে খেলার জন্য বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ’
টেস্ট ক্রিকেটে ৮’শ উইকেটের মালিক আরও বলেন, ‘দু’জন অফ স্পিনার নিয়ে খেললে ভারতীয় দলের কোনো অসুবিধা আমি দেখছি না। অশ্বিন বল হাতে খুবই ধারাবাহিক। হরভজনও দারুণ ফর্মে রয়েছে। টেস্ট ক্রিকেটে সে চারশ’র অধিক উইকেট লাভ করেছে। তাই নতুন করে তার প্রমাণের কিছু নেই। ’
ফতুল্লায় আগামী ১০ জুন (বুধবার) বাংলাদেশ ও ভারতের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুন ০৫, ২০১৫
আরএম/