ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘বুমবুম আফ্রিদী’কে নিয়ে তানভিরের মন্তব্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, জুন ৫, ২০১৫
‘বুমবুম আফ্রিদী’কে নিয়ে তানভিরের মন্তব্য ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের বামহাতি পেস তারকা সোহেল তানভিরের চোখে শহীদ আফ্রিদী সেরা একজন ক্রিকেটার। পাকিস্তানের পাশাপাশি বিশ্ব ক্রিকেটের কিংবদন্তিদের কাতারেও আফ্রিদীকে জায়গা দিয়েছেন তানভির।



টি-টোয়েন্টির অধিনায়ক আফ্রিদী গত বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসর নিয়েছেন। ৩৫ বছর বয়সী ‘বুমবুম আফ্রিদী’ পাকিস্তানের হয়ে সাদা পোষাকে মাত্র ২৭টি টেস্ট খেললেও ওয়ানডে খেলেছেন ৩৯৮টি। আর টি-টোয়েন্টির ফরমেটে খেলেছেন ৮০টি ম্যাচ।

তানভিরের মতে, শুধু পাকিস্তানের কিংবদন্তি নন আফ্রিদী, বিশ্ব ক্রিকেটের একজন অন্যতম গ্রেট ক্রিকেটার তিনি। আফ্রিদী প্রসঙ্গে ক্যারিবীয়ান প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগে খেলতে যাওয়া তানভির বলেন, আমি একজন গ্রেট ক্রিকেটারের সঙ্গে খেরতে পারার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। তার সঙ্গে আমি বহু ম্যাচ খেলেছি।

আফ্রিদি প্রসঙ্গে তানভির আরও বলেন, তিনি একজন সত্যিকারের ম্যাচ উইনার। দলের প্রয়োজনে তিনি ব্যাটে-বলে সমানভাবে জ্বলে উঠতে পারেন। ম্যাচের গতিপথ পাল্টে দিতে তার জুড়ি নেই।

পাকিস্তানের হয়ে আফ্রিদী টেস্টে ৫টি শতক নিয়ে করেছেন ১৭১৬ রান। উইকেট নিয়েছেন ৪৮টি। আর ওয়ানডেতে ৮০৬৪ রানের পাশাপাশি উইকেট নিয়েছেন ৩৯৫টি।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ০৫ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।