ঢাকা: এ সপ্তাহের শুরুতে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে অভিষক ম্যাচে সেঞ্চুরি করার রেকর্ড গড়েন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান অ্যাডাম ভোজেস। তবে ২৩ বছর আগে জিম্বাবুইয়ান ক্রিকেটার ডেভিড হাউটনের গড়া এ রেকর্ড ভাঙলেও তিনি খুশি।
১৯৯২ সালে হারারেতে ভারতের বিপক্ষে ৩৫ বছর ১৮৮ দিনে টেস্ট অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন হাউটন। তবে ডোমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৫ বছর ২৪৫ দিনে সেঞ্চুরি করে এই রেকর্ড ভাঙেন ভোজেস।
এদিকে হাউটনের খুশি হবার ব্যাপারটি একটু ভিন্ন। কারণ ভোজেস ইংলিশ কাউন্টি দল মিডলসেক্সের অধিনায়ক হিসেবে খেলেন। আর সেই দলেরই বর্তমান ব্যাটিং কোচ হাউটন।
এক সাক্ষাৎকারে হাউটন বলেন, ‘আমি গত দুই দশক ধরে এই রেকর্ডর মালিক থাকতে পেরে নিজেকে ধন্য মনে করেছি। তবে এখন এ রেকর্ড ভাঙলেও আমি খুশি কারণ এটি ভোজেসের দখলে গেছে। ’
তিনি আরও বলেন, ‘অস্ট্রেলিয়ান ভোজেস মিডলসেক্সের দলনেতা আর আমি সে দলের ব্যাটিং কোচ। ক্যারিবীয়দের বিপক্ষে আমার শিষ্যের ১৩০ রানের অপরাজিত ইনিংসটি ছিল অসাধারণ। ’
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুন ০৭, ২০১৫
এমএমএস