ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লিটনের টেস্ট অভিষেক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, জুন ১০, ২০১৫
লিটনের টেস্ট অভিষেক ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে থাকলেও অভিষেকের স্বপ্ন পূরণ হয়নি লিটন কুমার দাসের। অবশেষে ফতুল্লার মাঠে তার প্রতীক্ষার ‍অবসান ঘটলো।

ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশের হয়ে উইকেটরক্ষক-ব্যাটসম্যান ‍লিটনের সাদা পোশাকে পথচলা শুরু হলো।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে ভারত। খেলা শুরু হয় সকাল ১০টায়।

বাংলাদেশের হয়ে টেস্ট ম্যাচে অভিষেক হলেও এখনো টি-টোয়েন্টি ও ওয়ানডে ক্রিকেটে লিটনের সুযোগ মেলেনি। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করেই টেস্ট দলে জায়গা করে নিয়েছেন ২০ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান।

উল্লেখ্য, প্রথম শ্রেণির ক্রিকেটে ২১ ম্যাচের ৩৭ ইনিংসে ব্যাট করে ৫৩.৪১ গড়ে ১,৯২৩ রান সংগ্রহ করেছেন লিটন। ৯টি হাফ সেঞ্চুরির পাশাপাশি ছয়টি শতক রয়েছে।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, জুন ১০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।