ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের পর জিম্বাবুয়ে সফরে ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, জুন ১০, ২০১৫
বাংলাদেশের পর জিম্বাবুয়ে সফরে ভারত সংগৃহীত

ঢাকা: তিনটি ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী জুলাই মাসে জিম্বাবুয়ে সফরে যাবে ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে ইএসপিএন ক্রিকইনফো এমন খবরই প্রকাশ করেছে।



বর্তমানে একটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে অবস্থান করছে ভারত। বুধবার (১০ জুন) ফতুল্লায় একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হয়। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৮, ২১ ও ২৪ জুন ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

১০ জুলাই জিম্বাবুয়ে ও ভারতের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজের বাকি দু’টি ম্যাচ হবে ১২ ও ১৪ জুলাই। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে ১৭ ও ১৯ জুলাই। তবে, অফিসিয়ালি এখনো সিডিউল ঘোষণা করা হয়নি।

জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের (জেডসি) ম্যানেজিং ডিরেক্টর অ্যালিস্টার ক্যাম্পবেল বলেন, ‘প্রতিটি ম্যাচই হবে হারারেতে। ০৭ জুলাই ভারতীয় ক্রিকেট দল জিম্বাবুয়েতে এসে পৌঁছাবে। দেশে ফিরবে ২০ জুলাই। আগামী সপ্তাহের মধ্যে অফিসিয়ালি খেলার সিডিউল ঘোষণা করা হতে পারে। ’ সংবাদমাধ্যম ‘নিউজ ডে’তে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন তথ্য জানান।

টেলিভিশন সম্প্রচারস্বত্ত্বের কারণে এই সিরিজ আয়োজন নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। কারণ, টেন স্পোর্টসের সঙ্গে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড চুক্তিবদ্ধ। জিম্বাবুয়ের যেকোনো হোম সিরিজ এই চ্যানেলে সম্প্রচারিত হয়। কিন্তু, চ্যানেলটির মালিকানায় থাকা ভারতীয় কোম্পানি এসেল গ্রুপের সঙ্গে বিসিসিআই’র দ্বন্দ্ব রয়েছে।

তবে, শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো আপত্তি তোলেনি। তাই টেন স্পোর্টসেই যে ম্যাচগুলো দেখানো হবে তা এখন পর্যন্ত নিশ্চিত।

এর আগে ২০১৩ সালের জুলাই-আগস্টে জিম্বাবুয়ে সফরে যায় টিম ইন্ডিয়া। হারারে ও বুলাওয়েতে অনুষ্ঠিত পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি ৫-০ ব্যবধানে জিতে নেয় সফরকারীরা।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জুন ১০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।